সৌদি আরবে রুম হিটার বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৫:১৪ পিএম
সৌদি আরবে রুম হিটার বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত

ঢাকা: সৌদি আরবের রিয়াদ শহরের আম্বারিয়া এলাকায় রুম হিটার বিস্ফোরণ হয়ে শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের দুই বাংলাদেশি প্রবাসী শ্রমিক মারা গেছেন বলে জানা গেছে। নিহতের স্বজনেরা গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি জানতে পারে। এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মাসুদুল হাসান (২৪) এবং মো. মাসুম (৪০)। তারা স্থানীয় একটি রিসোর্টে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং একসঙ্গে থাকতেন।

নিহত মাসুমের মা পিয়ারা খাতুন বলেন, ‘সাতমাস আগে স্থানীয় জয়নাল আবেদীনের মেয়ের জামাই মাজাহারুলের মাধ্যমে সৌদি আরবে পাঠানো হয় ছেলেকে। সাত মাসের মধ্যে ছয় মাসই কোনো কাজ পায়নি আমার ছেলে। খেয়ে না খেয়ে অনেক কষ্টে দিনপাত করতে হয়েছে। স্থানীয় দালাল কথামতো কাজ দেয়নি। এক মাসে শুধুমাত্র ২৩ হাজার টাকা পাঠিয়েছে।’

তিনি বলেন, ‘আমার ভাতিজা রিয়াদ শহরে থাকে। দুদিন যাবৎ আমার ছেলের সঙ্গে তার কথাবার্তা হয় না। মোবাইল ফোন বন্ধ। এরপর আমার ভাতিজা ছেলের খোঁজ খবর নিতে ছেলের বাসায় গিয়ে ঘরের দরজা-জানালা বন্ধ পায়। এরপর ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে ফোন করে। পুলিশ এসে দরজা খুলে দেখে তাদের দুজনের মরদেহ পড়ে রয়েছে ঘরের মেঝেতে। এরপর বুধবার সকালে ফোন করে ছেলের মৃত্যুর বিষয়টি জানায় আমার ভাতিজা। একমাত্র ছেলের উপার্জন দিয়ে চলতো আমার সংসার।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ‘সৌদি আরবে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি স্বজনদের মাধ্যমে অবগত হয়েছি। মরদেহ দেশে আনতে প্রশাসনের পক্ষে সব ধরনের সহযোগিতা করা হবে।’

আইএ

Link copied!