ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৩:৩৬ পিএম
ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংঘর্ষে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে অন্তত ৩২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আহতরা হলেন– শাহরিয়ার, নূর হোসেন , মো. তুষার , অনিম , সিজান, রিফাত , আরাফাত , নিরব , শরিফ, ইয়াকুব, মেহেদী হাসান, আল ইমরান, তানভীর, সুজন, আরিফ, মহিউদ্দিন, তারেক, তাহসিন , ফয়সাল, তরিকুল ইসলাম রাজীব, মো. আলী, হাসান, ইসমাইল , ফাইয়াদ , মাহির , সাকিন , তানভীর , তামিম, তাসফিকুর রহমান, আশিক, রাজ ও মেহেদী।

খবর পেয়ে অত্র এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন।প্রায় দুই ঘন্টার চেষ্টার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতের টিয়ারসেল এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করা হয় শিক্ষার্থীদের।

জানা গেছে, সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে সিটি কলেজ শিক্ষার্থীরা মারধর করেন। পরে দুপুরে ঢাকা কলেজের একটি বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে কাচ ভেঙে দেওয়া হয়।এর পরপরই দুই কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আইএ 

Link copied!