রাজধানীতে খালি প্লট থেকে যুবকের মরদেহ উদ্ধার 

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৯:১১ পিএম
রাজধানীতে খালি প্লট থেকে যুবকের মরদেহ উদ্ধার 

ঢাকা: রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকা থেকে আল-আমিন শিকদার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, বনশ্রী মেরাদিয়া সড়ক ব্লক-এফ, ৮/২ নম্বর গ্লোরিয়াস টাওয়ার সংলগ্ন পেছনের খালি প্লট থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আল-আমিন গত তিন মাস যাবত ১০ গ্লোরিয়াস টাওয়ারের ম্যানেজার হিসেবে চাকরি করছিলেন। ওই ভবনের ১০ তলার চিলেকোঠার একটি রুমে থাকতেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মশার কয়েল থেকে তার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর সেই সময় আল আমিনের পায়ে আগুন ধরে গেলে তিনি বাঁচার জন্য পরনের কাপড় খুলে ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে। তারপরও ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে যেকোনো সময় এই ঘটনা ঘটে থাকতে পারে। ধারণা করা হচ্ছে আগুন থেকে বাঁচার জন্য লাফিয়ে পড়ায় তার মর্যু হয়েছে। সিআইডি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। নিহতের ছোট ভাই সবুজ শিকদার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। 

স্বজনরা জানান, আল-আমিনের বাড়ি বরিশালের গৌরনদী দিয়াসুর গ্রামে। বাবার নাম মর সিরাজ শিকদারের সন্তান।

আইএ

Link copied!