ঢাকা: নীলক্ষেত সিটি কর্পোরেশন দোকান মালিক সমিতির (দক্ষিণ) কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন (২০২৪–২০২৭) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. হারুনুর রশিদ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ধানমন্ডি স্টার কাবাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৯ নভেম্বর ২০২৪ সাধারণ সভার মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনী তফসিল ঘোষণা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী ১৩ ডিসেম্বর শুক্রবার ভোটগ্রহণ হয়।
নির্বাচনে সভাপতি পদে সাখাওয়াত হোসেন ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ার হোসেন পেয়েছেন ২ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. হারুনুর রশিদ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল আমিন ইউসুফ ৪ ভোট পান।
সহ সভাপতি মো. ইকবাল হোসেন ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুল হান্নান ৩ ভোট পান। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. হারুন-অর-রশিদ ও কোষাধ্যক্ষ পদে মো. কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. রফিকুল ইসলাম (বাবু)। নির্বাচন কমিশনার ছিলেন আসমা আক্তার ও মো. সাব্বির হোসেন।
এসবি/আইএ
আপনার মতামত লিখুন :