ঢাকাস্থ চৌদ্দগ্রাম ছাত্র ফোরামের নতুন সভাপতি মামুন, সম্পাদক মাহাদি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৮:১৫ পিএম
ঢাকাস্থ চৌদ্দগ্রাম ছাত্র ফোরামের নতুন সভাপতি মামুন, সম্পাদক মাহাদি

ঢাকা: ঢাকাস্থ চৌদ্দগ্রাম ছাত্র ফোরামের ২৫-২৬ সেশনের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।  এতে সভাপতি হয়েছেন আরিফুল হাসান মামুন ও সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুল হক মাহাদি।

আজ রাজধানীর পল্টন আল রাজি কমপ্লেক্সের একটি মিলনায়তনে ইফতার মাহফিলে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত চৌদ্দগ্রামের ছাত্র ও ঢাকাস্থ সুধীজনেরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল চৌদ্দগ্রামের ছাত্রদের এক মিলনমেলায় পরিনত হয়।

সভাপতি আরিফুল হাসান মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক মাহাদি-এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রামের কৃতি সন্তান সাবেক সি.এস.এফ সভাপতি বর্তমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম সরকারি কলেজ এর সাবেক ভিপি,চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সভাপতি ভিপি সাহাবুদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সি.এস.এফ এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম মজুমদার ও সুপ্রিমকোর্টের আইনজীবী আল মামুন রাসেল। আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতিবৃন্দ।

এআর

Link copied!