ধর্ষকদের ফাঁসির দাবিতে পল্টনে মুসল্লিদের বিক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৩:৫১ পিএম
ধর্ষকদের ফাঁসির দাবিতে পল্টনে মুসল্লিদের বিক্ষোভ

ঢাকা : ধর্ষকদের ফাঁসির দাবিতে রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। 

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে জুমার নামাজ শেষে বাংলাদেশ খেলাফত মজলিশের ব্যানারে এ বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা।

এ সময় তারা ‘ফাঁসি দে ফাঁসি দে, ধর্ষককে ফাঁসি দে’, ‘ রশি লাগলে রশি নে, ধর্ষককে ফাঁসি দে’, ‘ ধর্ষকের জায়গা, বাংলাদেশে হবে না ‘ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে বিক্ষোভ মিছিলকে ঘিরে পল্টন ও বায়তুল মোকাররমের আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সেনাবাহিনী, র‍্যাব, গোয়েন্দা পুলিশ ও পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

এ সময় দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, ধর্ষণের বিচারের দাবিতে মিছিল থেকে পুলিশের ওপর আক্রমণ করার ঘটনার পর থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে। আজ নামাজের পর এখানে মিছিল হতে পারে সেই খবরে আগে থেকেই পুরো এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমটিআই

Link copied!