ছবি : প্রতিনিধি
ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল শুক্রবার (১৪ মার্চ) থেকে বাসের টিকিট বিক্রি শুরু করে কাউন্টার গুলো। এবার দূরপাল্লার রুটে বাসের টিকিট অনলাইনের পাশাপাশি কাউন্টারেও বিক্রি করছে পরিবহণ কোম্পানিগুলো।
শনিবার (১৫ মার্চ) সরেজমিনে দেখা যায়, ঈদ যাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রিতে তেমন কোনো চাপ নেই। বেশিরভাগ কাউন্টার ফাঁকা। বাস কোম্পানিগুলো অনলাইনে পাশাপাশি কাউন্টারে এসেও টিকিট কাটার অপশন রেখেছেন। বাস টার্মিনাল গুলোতে এখন পর্যন্ত ভিড় দেখা যায়নি যাত্রীদের।
ঈদের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে শ্যামলী পরিবহনের কল্যাণপুর কাউন্টারের ম্যানেজার উৎপল জানান, উত্তরবঙ্গগামী বাসের ১৬ শতাংশ টিকিট অনলাইনে দেয়া আছে সেখান থেকে যাত্রীরা টিকিট কাটতে পারছেন। পাশাপাশি বাকি টিকিটগুলো আমাদের কাউন্টারে সরাসরি যাত্রীদের চাহিদামত দেয়া হচ্ছে। তবে রমজানের শেষের দিনগুলোতে যাত্রীচাপ বেশি। বিশেষ করে ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। তিনি আরও বলেন, এবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নির্ধারিত ভাড়ায় প্রতিটি টিকিট বিক্রি করা হচ্ছে অতিরিক্ত দাম রাখার কোনো সুযোগ নেই।
এস আর পরিবহনের কল্যাণপুর কাউন্টারের সিনিয়র ম্যানেজার মো.আলীমূন্নবী জানান, আমাদের পরিবহনের ৫০ শতাংশ টিকিট অনলাইন ও ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করছি। শেষের ৪ দিনের চাপ একটু বেশি। তবে এখনো ভালোভাবে ঈদ যাত্রার অগ্রিম টিকিটে খুব বেশী চাপ পড়েনি।
এসআই
আপনার মতামত লিখুন :