রাজধানীতে ফাইজারের টিকাদান শুরু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১, ২০২১, ১২:৩৩ পিএম
রাজধানীতে ফাইজারের টিকাদান শুরু

ফাইল ফটো

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে যুক্তরাষ্ট্রের ফাইজার এবং চীনের সিনোফার্মের টিকা আবর দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশের ৪০টি কেন্দ্রে এ টিকা দেয়া হচ্ছে। এর মধ্যে রাজধানীর ৭ টি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

এর আগে, বুধবার স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর এবং টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, ফাইজারের টিকা কার্যক্রম বৃহস্পতিবার থেকে চালু হবে। সারাদেশে এ টিকা পরিবহণ করা কঠিন, তাই আমরা শুধু ঢাকায় সাতটি কেন্দ্র নির্ধারণ করেছি।

তিনি বলেন, এ কেন্দ্রগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

জানা গেছে, করোনা সংক্রমণ প্রতিরোধে বিদেশগামী প্রবাসী কর্মীদের ফাইজার এবং সিনোফার্মের দুই টিকাই দেওয়া হবে। এ ক্ষেত্রে সৌদিআরব, কুয়েতসহ যেসব সিনোফার্মের টিকা নিয়ে জটিলতা রয়েছে, শুধু তাদেরই ফাইজারের টিকা দেওয়া হবে। আর বাকি সব প্রবাসীদের দেওয়া হবে সিনোফার্মের টিকা।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!