রাজধানীর সবুজবাগে তুলার গোডাউনে আগুন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০২৩, ০৭:১১ পিএম
রাজধানীর সবুজবাগে তুলার গোডাউনে আগুন

ঢাকা: রাজধানীর সবুজবাগ এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে রাখা প্রায় ৭ হাজার কেজি তুলা পুড়ে গেছে।

সোমবার (৫ জুন) দুপুর ১১ টায় সবুজবাগের মেসার্স একতা ট্রেডার্সে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে খিলগাও ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুই ইউনিট এসে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

খিলগাও ফায়ার স্টেশনের অফিসার আরিফুল ইসলাম বলেন, ‘আগুনের খবর পেয়ে সাথে সাথে দুটি ইউনিট পাঠানো হয়। দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করছি বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়ে পুরো গোডাউনে ছড়িয়ে পরে।’

একতা ট্রেডার্সের মালিক জুয়েল রানা বলেন, ‘গোডাউনে ৭ হাজার কেজি তুলা রাখা ছিলো সেগুলো সব পুড়ে গেছে। এছাড়া মূল্যবান মেশিরাজিরসহ আরও অনেক যন্ত্রপাতি আগুনে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আগুনের কারণে আমি নিঃস্ব হয়ে গেছি।   

সোনালীনিউজ/আইএ

Link copied!