একুশে ফেব্রুয়ারিতে বাংলাদেশ দেখতে এসেছেন তারা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৩:১২ পিএম
একুশে ফেব্রুয়ারিতে বাংলাদেশ দেখতে এসেছেন তারা

ঢাকা : কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অসংখ্য মানুষের ভিড়ে একটি ব্যানার হাতে দাঁড়িয়ে ছিলেন তিনজন। ব্যানারে লেখা, ‘বাংলায় গান গাই, বাংলার গান গাই’। ব্যানারে আছে বাংলা বর্ণমালা। 

ব্যানারের নিচের দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। ব্যানারের নিচে লেখা—‘পুষ্পল, শাশ্বতী ও কলাপী। শান্তিপুর, পশ্চিমবঙ্গ, ভারত’।

তারা তিনজন এসেছেন ভারত থেকে। এদের মধ্যে শাশ্বতী বন্দ্যোপাধ্যায়ের বাংলার শিক্ষক। 

তিনি বলেন, পশ্চিমবঙ্গের কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে নদীয়ার শান্তিপুর থেকে এসেছেন তিনি। বাংলা ভাষার প্রতি টান থেকেই তার এখানে আসা। বহুদিনের ইচ্ছা ছিল অমর একুশে ফেব্রুয়ারিতে বাংলাদেশ দেখার। এই প্রথমবার বাংলাদেশে এসেছেন তিনি। এসে খুবই ভালো লাগছে তার।

শাশ্বতী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের ভাষাও এক। অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষেই ঢাকায় আসা। ঢাকা ঘুরে দেখলাম, এখানকার মানুষের আতিথেয়তায় আপ্লুত হলাম। বইমেলা দেখেছি। ঘুরে ভালো লাগল।’

এমটিআই

Link copied!