ঢাকার বাতাস আজ ‘গ্রহণযোগ্য’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১, ২০২৪, ০৬:০৮ পিএম
ঢাকার বাতাস আজ ‘গ্রহণযোগ্য’

ঢাকা : বায়ুদূষণে বিশ্বের ১১৯টি শহরের মধ্যে আজ বুধবার (১ মে) দুপুর ২টার দিকে  ঢাকার অবস্থান ১৫তম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এ সময়  ঢাকার স্কোর ৯৩। বায়ুর এই মানকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ ধরা হয়।

বুধবার (১ মে) দুপুর ২টার দিকে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল আরব আমিরাতের দুবাই । আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৯৮। ‍দ্বিতীয় স্থানে ছিল ইরাকের বাগদাদ। শহরটির স্কোর ১৫৪।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

এমটিআই

Link copied!