রণক্ষেত্র উত্তরা, পুলিশ বক্স ভাঙচুর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০৩:২৩ পিএম
রণক্ষেত্র উত্তরা, পুলিশ বক্স ভাঙচুর

ঢাকা: রাজধানীর উত্তরা জমজম টাওয়ার মোড়ে ট্রাফিক পুলিশের বক্স ভাঙচুর করা হয়েছে। একই সময় দুটি মিনিবাসও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ সড়কের উত্তরা অংশে যান চলাচল বন্ধ রয়েছে।

এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সড়কে একাধিক জায়গায় আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে শুরু হয় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া। দুপুর দেড়টার দিকেও দফায় দফায় সংঘর্ষ চলছে।

সংঘর্ষের সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ ও র্যাব। আন্দোলনকারীরা হাউজ বিল্ডিং থেকে রাজলক্ষ্মী মোড় পর্যন্ত সড়কে অবস্থান করছেন।

এআর

Link copied!