তুমুল বৃষ্টিতে ডুবেছে সচিবালয়, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ১০:০১ পিএম
তুমুল বৃষ্টিতে ডুবেছে সচিবালয়, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ঢাকা: তুমুল বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যার পর রাজধানীতে দেড় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়। 

রাত সাড়ে ৮টার দিকে দেখা গেছে, পুরো সচিবালয়ে পানি জমেছে। ক্লিনিক ভবনের সামনে ও পেছনে হাঁটুসমান পানি। চার নম্বর ভবনের পেছনটা পুরো পানিতে তলিয়ে আছে। ৩ ও ৫ নম্বর ভবনের মাঝখানের রাস্তাটি জলাবদ্ধ অবস্থায় রয়েছে। ৭ নম্বর ভবনেরও চারপাশ পানিতে তলিয়ে গেছে।

এছাড়া বিজয় সরণি, রোকেয়া সরণি, সায়েন্স ল্যাবরেটরি, নীলক্ষেত, নিউমার্কেট, কাঁটাবন, হাতিরপুল এলাকার সড়কেও পানি জমে থাকতে দেখা যায়।

এর ফলে সন্ধ্যার পর থেকে অফিস থেকে বাসায় ফেরা মানুষদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। 

আইএ

Link copied!