ঢাকার বাতাস আজ ‘বিপজ্জনক’, ৬ এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ১১:৩২ এএম
ঢাকার বাতাস আজ ‘বিপজ্জনক’, ৬ এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’

ঢাকা : জলবায়ু পরিবর্তন ও মানুষ সৃষ্ট নানা কারণে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে বায়ুদূষণের মাত্রা। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক কয়েক বছরে বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে।

রোববার (১৫ ডিসেম্বর) বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। আজ সকাল ৯টা ৫০ মিনিটে একিউআই সূচকে ৩০৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ ঢাকার এখনকার বাতাসের মান নাগরিকদের জন্য বিপজ্জনক।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে এ তথ্য পাওয়া গেছে।

আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, একিউআই স্কোর ৩০১ অতিক্রম করলেই বাতাসের মান ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে গুলশান-২ এলাকায়। সেখানে বাতাসের একিউআই স্কোর ৩৫০। এর পরে রয়েছে যথাক্রমে গুলশান লেক পার্ক (৩৩৬), শান্তা ফোরাম (৩২৭), বেচারাম দেউরি (৩১২), ইস্টার্ন হাউজিং (৩০৮), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৩০৮)।

অন্যদিকে আজ রোববার বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে মধ্য প্রাচ্যের দেশ কুয়েতের রাজধানী কুয়েত সিটি। এদিন সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কুয়েত সিটির বায়ুমান ৬৫৯ স্কোর নিয়ে ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে।

এছাড়া বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৭৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। জরুরি কাজে বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে আইকিউ এয়ার।

এমটিআই

Link copied!