রাজধানীতে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে আটক ৩

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৪:০৮ পিএম
রাজধানীতে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে আটক ৩

ঢাকা: রাজধানীর বাড্ডা থানার আফতাব নগর এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন- শাওন আলী (১৮), হৃদয় বাবু (১৯) ও রাকিবুল হাসান (১৪)।

রোববার (২২ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২১ ডিসেম্বর) রাতে আফতাব নগরের এফ ব্লকের পাসপোর্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।  

বাড্ডা থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে আফতাব নগরের ই-ব্লক এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করার সময় পাসপোর্ট অফিসের সামনে ছিনতাইকালে শাওন আলী, হৃদয় বাবু ও রাকিবুল হাসানকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে শাওন ও হৃদয়ের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার তিনজন পরস্পর যোগসাজশে ঢাকা শহরে ভাসমান হিসেবে বসবাস করে বাড্ডা থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

আইএ

Link copied!