বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১০:৪৫ এএম
বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

ফাইল ছবি

ঢাকা: বিশ্বে বায়ুদূষণে শীর্ষ দেশের তালিকায় আজও প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ২০৪ বায়ুমান স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। যা জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ সকাল ৭টা ৪৩ মিনিটে ঢাকার ২০৪ স্কোর। একই সময়ে ১৯৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় রয়েছে ভারতের দিল্লি শহর। এ ছাড়া ১৯২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৭৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং পঞ্চম অবস্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের স্কোর ১৬৭।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এসআই

Link copied!