৭ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০১:৪৯ পিএম
৭ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

ঢাকা: চৈত্র মাসের মাঝামাঝিতে এসে ঢাকাসহ সাত জেলায় উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বইছে সেটি অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে মঙ্গলবার সিলেটের কয়েকটি জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস রয়েছে।

সোমবার আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা, ফরিদপুর, পটুয়াখালী ও রাঙামাটি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

এদিন ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস।

ঈদের দিন সকালে তেমন গরমের তেজ ছিল না, রাজধানীসহ দেশের সরর্ত্র ভালো আবহাওয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, ঈদের দ্বিতীয় দিনে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

চলতি সপ্তাহে তেমন বৃষ্টির আভাস নেই; এমনই গরম আবহাওয়া বিরাজ করবে বলে বলছে আবহাওয়া অধিদপ্তর।

এআর

Link copied!