কবে কোন দেশে ঈদুল আজহা উদযাপন হবে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ১২:০০ পিএম
কবে কোন দেশে ঈদুল আজহা উদযাপন হবে

ঢাকা : মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০তম দিনে পড়ে।

কবে ঈদুল আজহা পালিত হবে তা নিয়ে আগে থেকেই বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ চাঁদ দেখার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়। সে অনুযায়ী মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে গতকাল চাঁদ দেখা যাওয়ার কুরবানির তারিখ ঘোষণা করা হয়েছে।

এদিকে জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী ২৮ জুন (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় সৌদি চাঁদ দেখা কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। ফলে এবারের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন (মঙ্গলবার)।

আগামী ২৮ জুন পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ওমানও।

তবে গতকাল সন্ধ্যায় চাঁদ না দেখায় আগামী ২৯ জুন ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ব্রুনাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

এছাড়া আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উৎযাপিত হবে- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান ও মরোক্কতে।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!