হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন সার্চ ফিচার

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ০৪:২৩ পিএম
হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন সার্চ ফিচার

ঢাকা : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে আসছে নতুন সার্চ ফিচার। এর সাহায্যে স্ট্যাটাস আপডেট এবং চ্যানেল সহজে খুঁজে পাওয়া যাবে। এই সার্চ বোতামটি টপ অ্যাপ বারে পাওয়া যাবে।

যার সাহায্যে স্ট্যাটাস আপডেট, ফলো করা চ্যানেল এবং এমনকি অন্য ভেরিফায়েড চ্যানেলও খুঁজে পাওয়া সম্ভব হবে।

ওয়েবিটাইনফোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপটির আগের ভার্সনে এই ফিচারটি নিয়ে কাজ চলছিলো। এবার অ্যান্ড্রয়েড ২.২৩.২১.৭ আপডেটে হোয়াটসঅ্যাপ বিটাতে এটি পাওয়া যাবে। গুগল প্লে স্টোর থেকে আপডেটটি করে নিতে হবে।

এই ফিচারটি খুবই কার্যকরী হবে। এতদিন আপডেট ট্যাবের সাহায্যে কোনো নির্দিষ্ট ব্যক্তির শেয়ার করা স্ট্যাটাস আপডেট সার্চ করা খুবই জটিল ছিলো। সেই অভিজ্ঞতাই এবার খানিকটা সহজ হবে বলে আশা করা হচ্ছে। চ্যানেলের বিষয়টি আরও অজানা ছিলো এতদিন।

আপনার ফোনে এই ফিচার চালু হয়েছে কি না তা বুঝবেন যেভাবে-

প্রথমেই গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপকে আপডেট করিয়ে নিতে হবে। তাতেও যদি না পাওয়া যায়, তাহলে পরপর দুইবার অ্যাপটিকে বন্ধ করতে হবে। মনে করা হচ্ছে, এমন করলেই যোগ্য ব্যবহারকারীর অ্যাপে ওই বোতামটি টপ অ্যাপ বারে দেখা দেবে।

এমটিআই

Link copied!