যে কারণে কমেছে মোবাইল ইন্টারনেটের গতি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ১০:৫৫ পিএম
যে কারণে কমেছে মোবাইল ইন্টারনেটের গতি

ঢাকা : ঢাকার বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে। বিশেষ ক‌রে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, পল্টন এলাকায় ইন্টারনেটের গ‌তি কমেছে। ফোরজি কাভারেজ সীমিত করায় মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে বলে জানা গেছে।

সরকারি নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার (১৭ জুলাই) নিশ্চিত করেছেন দুই মোবাইল অপারেটর। এতে ফেসবুক ও মেসেঞ্জারে অনেকে প্রবেশ করতে পারছেন না। দীর্ঘচেষ্টায় প্রবেশ করতে পারলেও কোনো বার্তা, ছবি ও ভিডিও পোস্ট করা যাচ্ছে না।

তারা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ কলেজ এলাকায় ফোরজি সেবা সীমিত করা হয়। পরবর্তীতে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে নেটওয়ার্ক কাভারেজ সীমিত করা হয়েছে।

এমটিআই

Link copied!