ভোটের মাঠে বাড়ছে জোট

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ১২:৫৩ পিএম
ভোটের মাঠে বাড়ছে জোট

ঢাকা : জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নানা আলোচনা জল্পকল্পনায় এগুচ্ছে রাজনীতির গতিপথ। ভোটের মাঠে বাড়ছে জোটের আধিক্য। বিভিন্ন রাজনৈতিক দল একক নির্বাচনের চেয়ে জোটবদ্ধ নির্বাচনের পথে এগুচ্ছে। এরই অংশ হিসেবে যুক্তফ্রন্ট নামে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে।

আর আত্মপ্রকাশের দিনেই দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছাপোষণ করেছে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন নতুন এই জোট ‘যুক্তফ্রন্ট’।

বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন তথ্য জানান যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি বলেন, যুক্তফ্রন্ট আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেবে।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমন আশায় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

বুধবার (২২ নভেম্বর) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। আওয়ামী লীগের চেয়ে বেশি আসনে জয়ের স্বপ্ন দেখছে জাতীয় পার্টি। তাই ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে বলেও জানান দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এদিকে, ৩য় দিনের মত মনোনয়ন ফারম বিক্রি করেছে জাতীয় পার্টি। সকাল থেকেই মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হয়। এসময়  বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত নেতাকর্মীরা ফরম সংগ্রহ ও জমা দেন।

অন্যদিকে, দেশের প্রধান বিরোধীদল বিএনপির কেন্দ্রীয় অফিস এখনো নেতাকর্মী শূন্য। নেই কোন নির্বাচনের আমেজ। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ নভেম্বর) মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, মো. আসাদুজ্জামান, বদরুদ্দোজা বাদল।

অপরদিকে, রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

এমটিআই

Link copied!