ঢাকা: ''এসো হাতে হাত ধরি, দক্ষ ও কর্মঠ জনবল গড়ি'' স্লোগানকে সামনে রেখে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে এইচ বি এসোসিয়েটস। হিসাব বিজ্ঞান বিভাগে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি চাকরির বাজারে শক্তপোক্ত অবস্থান তৈরিতে অনন্য ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে চাকরিপ্রার্থীদের আস্থা অর্জনেও সক্ষম হয়েছে এই প্রতিষ্ঠান।
HB Associates কী?
HB Associates হলো Honestly Bonded Associates। এখানে সততার সঙ্গে একতাবদ্ধ হয়ে কিছু মানবপ্রেমী দিনরাত একবুক আত্নবিশ্বাস নিয়ে কাজ করে যাচ্ছে। যাতে করে একজন আরেকজনের পাশে থেকে নিজেদের মেধা ও জ্ঞান ভাগাভাগি করে রিজিকের উত্তম পথ অনুসন্ধান করতে পারে।
এইচবি এসোসিয়েটসের পথ চলা শুরু হয় ২০২০ সাল থেকে। এটি মূলত একাউন্টস, ফাইন্যান্স, অডিট, ভ্যাট, ট্যাক্স ইত্যাদি বিষয়ে কন্সাল্টেন্সি শুরু করে।
এই প্রতিষ্ঠান নিয়ে এইচবি এসোসিয়েটসের ফাউন্ডার, সিইও এবং অন্যতম প্রধান প্রশিক্ষক মো. বাহাউদ্দিন শেবকের সঙ্গে কথা হয় সোনালীনিউজের প্রতিবেদকের। যেখানে কয়েকটি প্রশ্নের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি।
শুরুতে জানতে চাওয়া হয় প্রতিষ্ঠানের কর্ম-পরিকল্পনা নিয়ে?
বাহাউদ্দিন: এই কাজ করতে গিয়ে যখন আমরা আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য রেফার করি, তখন আমরা উপলব্ধি করি অনেক মেধাবী, স্মার্ট, এডুকেটেড শিক্ষার্থী শুধুমাত্র প্রফেশনাল নলেজের অভাবে ইন্টারভিউ বোর্ডে রিজেক্ট হয়ে যাচ্ছে। তখন আমরা চিন্তা করি যদি এসকল প্রশিক্ষণার্থীদের একাডেমিক নলেজের সাথে প্রফেশনাল নলেজ কম্বাইন্ড করে এবং প্র্যা্ক্টিক্যাল ডাটা দিয়ে শেখানোর মাধ্যমে গড়ে তোলা যায় তাহলে তারা অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সুযোগ পাবে। মূলত এই ভাবনা থেকেই ২০২০ সালে একাউন্টটিং বিষয়ক একটি প্রফেশনাল কোর্স চালু করি।
সেশন এবং টপিকগুলো কী কী?
বাহাউদ্দিন: কোর্সটিতে আছে ১২টি সেশন। এখানে একটি লিমিটেড কোম্পানির লিগ্যাল ডকুমেন্টস থেকে শুরু করে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অনার্স সিকিউরিটি স্টেটমেন্ট, বিভিন্ন ধরনের মূসক চালান, ব্যাংক রিকনসিলিয়েশন, ভ্যাট, ট্যাক্স, ট্যালি সফটওয়্যার ইত্যাদি বিষয়সমূহ রিয়েল ডাটার মাধ্যমে প্র্যাক্টিক্যালি প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়াও রয়েছে সফট স্কিল সম্পর্কিত ২টি সেশন। যেখানে প্রশিক্ষণার্থীগণ কর্পোরেট বিহেভিয়ার এবং মিটিং এন্ড গ্রিটিংস সম্পর্কে জানতে পারেন।
কোর্স পরবর্তী সাপোর্ট?
বাহাউদ্দিন: সেশন শেষে প্রতিটি ব্যাচের ৩০/৪০ জন প্রশিক্ষণার্থীদের ছোট ছোট টিমে ভাগ করে এসোসিয়েটের এক্সপার্টিজদের আন্ডারে দিয়ে দেওয়া হয় এবং প্রতি বৃহস্পতিবার রাতে অনলাইনে জুম মিটিং এর মাধ্যমে কারো কোনো গ্যাপ থাকলে সেগুলো রিকভার করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। পরবর্তী পর্যায়ে এইচবি এসোসিয়েটস বিভিন্ন কনসালট্যান্সি ফার্মে ৪/৫ জন করে শর্ট টাইম ইন্টার্নি করার ব্যবস্থাও করে দেয়। এভাবেই প্রশিক্ষণার্থীদের জবের জন্য রেডি করে থাকি আমরা। বিভিন্ন কোম্পানিগুলো এইচবি এসোসিয়েটসের এ সকল কার্যাবলী সম্পর্কে মোটামুটি অবগত আছেন। তাই তারা তাদের প্রয়োজনে এইচবি এসোসিয়েটসের শরণাপন্ন হয়ে থাকে।
এই কোর্স করে চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু?
বাহাউদ্দিন: আলহামদুলিল্লাহ! আনন্দের সাথে জানাচ্ছি গত ২ বছরে এইচবি এসোসিয়েটস এর প্রায় ১০০ জন প্রশিক্ষনার্থীগণ নিজেদের প্রুপ করে রিজিকের ব্যবস্থা করতে পেরেছেন। আমাদের ট্রেনিদের জবে জয়েন করার পরও চাকরি করাকালীন যে কোনো সমস্যা সমাধানে আমরা পাশে থাকি। আমাদের ট্রেনিদের কাঙ্খিত সাফল্যে পৌঁছানো পর্যন্ত তাদেরকে সহায়তা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
কার্যক্রম কীভাবে চলছে?
বাহাউদ্দিন: বর্তমানে আমাদের ১৪তম ব্যাচ ইউসিএসআই ইউনিভার্সিটি, বনানী ক্যাম্পাসে প্রতি শুক্রবার সকালে এবং ১৫তম ব্যাচ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পারমানেন্ট ক্যাম্পাসে প্রতি শনিবার বিকেলে অনুষ্ঠিত হচ্ছে।
লক্ষ্য কী?
বাহাউদ্দিন: আমরা এমন একটা কমিউনিটির স্বপ্ন দেখছি, যেখানে প্রত্যেকে প্রত্যেকের মেধা, শ্রম ও সময় অন্যের উপকারে বিলিয়ে দিবে কোনো রকম আর্থিক সংশ্লিষ্টতা ছাড়াই। নিঃস্বার্থভাবে একে অপরের জন্য কাজ করবে।
কারা করতে পারবে এই কোর্স?
বাহাউদ্দিন: যে কোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী এই কোর্সটি করতে পারবে এবং এইচবি এসোসিয়েটস গ্যারান্টি সহকারে সকল প্রশিক্ষণার্থীকে সম্পূর্ণ কোর্সটি বুঝিয়ে দিতে প্রস্তুত। কোর্স শেষে ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেটও প্রভাইড করা হয়। ফরেভার গাইড করার জন্য ট্রেনিং ফিস ছাড়া আর কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই।
এরপর কথা হয় প্রশিক্ষণ শেষে চাকরিপ্রাপ্ত এবং রানিং প্রশিক্ষণার্থীদের সঙ্গে..
নাভানা ফার্মাসিউটিক্যালে চাকরিরত আলী হোসেন জানান, এই প্রতিষ্ঠানে প্রফেশনাল একাউন্টিং কোর্সটি করে আমার ভাগ্য বদলেছে। কোর্সটি শেষ করার পর এই কোম্পানিতে ভালো একটা বেতনে চাকরি করছি। কোর্স থেকে প্রতিটি টপিক ভালোভাবে প্র্যাকটিস করে যে অভিজ্ঞতা অর্জন করেছি। সেটি এখন প্রফেশনাল লাইফে কাজে লাগাচ্ছি।
আর এন ক্লোথিংয়ে চাকরিরত মনির হোসেন জানান, এই কোর্সটি করার মধ্য দিয়ে একাউন্টসে চাকরি করার ক্ষেত্রে নিজের আত্মবিশ্বাস বেড়ে যায়। এবং যা কিছু শিখেছি ইন্টারভিউতে সেই রিলেটেড প্রশ্নের উত্তর প্রপারলি দিতে পারায় চাকরিটা পেয়ে যাই। এখন অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত বেতনে চাকরি করছি।
আতিকুর রহমান নামের ১৫তম ব্যাচের এক চাকরিপ্রার্থী বলেন, অভিজ্ঞতা অর্জনের জন্য শর্ট টাইমের এবং কম খরচের প্রফেশনাল হিসাব বিজ্ঞান কোর্সের অনুসন্ধান করছিলাম। কিন্তু যতগুলোর সন্ধান পেয়েছি। সবগুলোই বেশ সময়সাপেক্ষ এবং খরচও অনেক। হঠাৎ এইচবি এসোসিয়েটসের সন্ধান পাই। কোর্সটার সময়ও ৩ থেকে ৪ মাস। এবং অনেক সাশ্রয়ী। সিদ্ধান্ত নেয়ার পর ক্লাস করতে গিয়ে বুঝলাম লাইফের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তই নিয়েছি। যেখানে প্র্যাকটিকালের সঙ্গে সফট স্কিলও শিখেছি। এখানে কোর্স করে হিসাব বিজ্ঞান বিভাগে চাকরির যে আত্মবিশ্বাস পেয়েছি। সেটা অন্য কোনো কোর্স করে পেতাম কী না আমার জানা নেই।
সালাউদ্দিন নামের আরো এক প্রশিক্ষণার্থী বলেন, একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আছি। পাশাপাশি হিসাব বিজ্ঞান বিভাগে অভিজ্ঞতা অর্জনের সিদ্ধান্ত নিই। কিন্তু কোথায় কোর্সটি করব বুঝতে পারছিলাম না। অনেক ঘাটাঘাটির পর এইচবি এসোসিয়েটসের সন্ধান পাই। এখানে কোর্স করে শুধু অভিজ্ঞতাই নয় এমন অনেক কিছু শিখেছি যেটা আমার চাকরির ক্যারিয়ারে বেশ কার্যকরী ভূমিকা রাখবে।
মহিউদ্দিন নামের আরেক প্রশিক্ষণার্থী বলেন, আমি অন্য ব্যাকগ্রাউন্ডের হলেও এখানে কোর্স করে হিসাব বিজ্ঞান নিয়ে আমার ধারণাই পাল্টে গেছে। হিসাব বিজ্ঞানের ছাত্র না হলেও কোর্সটি করার পর একাউন্টসে চাকরি করার দারুণ এক আত্মবিশ্বাস পেয়েছি।
এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের নাম্বার : 01913531822 / 01671040743
ফেইসবুক: https://www.facebook.com/hbassociatesbd?mibextid=ZbWKwL
www.hbabd.com
রেজিষ্ট্রেশন এর জন্য নিচের লিংক এ ক্লিক করুন:
https://hbabd.com/registration/
এআর
আপনার মতামত লিখুন :