ফাইনাল

টস জিতে আগে ব্যাটিংয়ে ভারত

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ০৮:১৪ পিএম
টস জিতে আগে ব্যাটিংয়ে ভারত

ঢাকা: ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সঙ্গে দুই অধিনায়ক এইডেন মার্করাম ও রোহিত শর্মা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত। মার্করাম বলেছেন, তিনিও একই সিদ্ধান্ত নিতেন।

দক্ষিণ আফ্রিকা তাদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপের ফাইনালে উঠে এসেছে। ভারত বিশ্বকাপ জিতে অভ্যস্ত। ওয়ানডে বিশ্বকাপ জিতেছে দুইবার। টি-টোয়েন্টি একবার। আবার ফাইনাল খেলতেও তারা অভ্যস্ত। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলেছে তারা। যদিও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিলো ভারতকে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত উঠে আসা ভারত এবং দক্ষিণ আফ্রিকা দলের কেউই কোনো ম্যাচ হারেনি। অর্থ্যাৎ, আজ যে হেরে যাবে, তার জন্য প্রথম হার। আর যে জিতবে, সে অপরাজিত চ্যাম্পিয়ন।

একাদশ
অনুমিতভাবে দুই দলই নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

ভারত
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং ও যশপ্রীত বুমরা।

দক্ষিণ আফ্রিকা
কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া ও তাব্রেইজ শামসি।

এআর

Link copied!