রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের দাপট

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০১:৫৭ পিএম
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের দাপট

ঢাকা : রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে দাপট দেখাচ্ছে বাংলাদেশের বোলাররা। ১ উইকেটে খরচায় ২৩ রানে ব্যাট করতে নেমে সকালের সেশনে আরও ৩ উইকেট খুইয়েছে পাকিস্তান। অধিনায়ক শান মাসুদের পর ফিরে গেছেন বাবার আজম ও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা সৌদ শাকিল। এদিন শাকিলকে রানের খাতায় খুলতে দেননি সাকিব আল হাসান। আর তাতে করে কঠিন চাপে পড়েছে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট খরচায় ৭৮ রান। উইকেটে আছেন ওপেনার আব্দুল্লাহ শফিক ও প্রথম ইনিংসে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলা রিজওয়ান। বাংলাদেশের চেয়ে এখনও ৩৫ রানে পিছিয়ে পাকিস্তান।

মিরাজও পিছিয়ে ছিলেন না। দলের নবম ব্যাটার হিসেবে যখন সাজঘরের দিকে হাঁটা ধরেন মিরাজ, তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ৭৭ রান।

মুশফিক-মিরাজ-লিটন এবং তৃতীয় দিনে সাদমান ইসলাম ও মুমিনুল হকদের সম্মিলিত প্রচেষ্টায় পাকিস্তানের ৪৪৮ রান টপকে বাংলাদেশ পৌঁছায় ৫৬৫ পর্যন্ত। লিড পায় ১১৭ রানের।

এমটিআই

Link copied!