অশ্বিনের এই কথায় কি ভয় পাবে টাইগাররা?

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৭:২৩ পিএম
অশ্বিনের এই কথায় কি ভয় পাবে টাইগাররা?

ঢাকা: ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিরাপদে ভারত। দিনের খেলা শেষ করেছে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে। অশ্বিন ১০২ ও জাদেজা ৮৬ রান নিয়ে উইকেটে আছেন।

আগামীকাল টেস্টের দ্বিতীয় দিনে কী হবে-দিনের খেলা শেষে রবি শাস্ত্রীর করা এমন এক প্রশ্নে অশ্বিন যে উত্তর দিয়েছেন, সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য লুকিয়ে আছে ভয়ের বার্তা।

তা কী এমন বলেছেন অশ্বিন, যে ভয় পেতে পারেন টাইগাররা। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেটে আজ দিনের শেষ সেশনেও পেসারদের সাহায্য পেতে দেখা গেছে। ভারতের ৬ উইকেটের ৫টিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা।

অশ্বিনের মনে হচ্ছে, আগামীকাল দিনের শুরুতেও পেসারদের সাহায্য করবে উইকেট। ম্যাচের শেষের দিকে অবশ্য স্পিনাররাই রাজত্ব করবে বলে মনে করেন ভারতের অফ স্পিন বোলিং অলরাউন্ডার। বাংলাদেশের ভয়টা এখানেই। নাজমুলদের যে ব্যাট করতে হবে চতুর্থ ইনিংসে।

অশ্বিন দিনের খেলা শেষে রবি শাস্ত্রীকে বলেছেন, ‘বেশি স্পিন করলে বাউন্সও হবে। স্পিনাররা শেষের দিকে সুবিধা পাবে। নতুন বলে আগামীকাল সকালেও (পেসাররা) সুবিধা পাবে। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে।’

অশ্বিন কথা বলেছেন নিজের সেঞ্চুরি নিয়েও। নিজের মাঠে চেন্নাইয়ের ক্রিকেটার এই নিয়ে টানা দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন। এটা নিয়ে তিনি বলেছেন, ‘এখানে খেলাটা সব সময়ই বিশেষ। সর্বশেষ যখন এখানে খেলেছিলাম, সেঞ্চুরি পেয়েছি।’

অশ্বিন ১০ চার ও ২ ছক্কায় ১১২ বলে ১০২ রান করে অপরাজিত আছেন। একটি আক্রমণাত্মকই ছিলেন তিনি। এ নিয়ে অশ্বিনের কথা, ‘এ ধরনের উইকেটে ঋষভের মতো একটু আক্রমণাত্মক খেলাটাই ভালো।’

এআর

Link copied!