বৃষ্টিতে হারিয়ে গেল প্রথম সেশন

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০১:০৩ পিএম
বৃষ্টিতে হারিয়ে গেল প্রথম সেশন

ঢাকা : কানপুরে আপাতত বৃষ্টি পুরোপুরি থেমে গেছে। তবে টানা বৃষ্টিতে মাঠে জমে থাকা পানি সরাতে আরও সময় লাগবে। সেই কাজই চলছে প্রায় এক ঘণ্টা ধরে। কভারের ওপর জমে থাকা পানি অপসারণে দুটি সুপার সপার অবিরাম চলছে মাঠে।

মাঠকর্মীদের আনাগোনাও বেড়েছে মাঠে। কভারের ওপরের সব পানি সরানোর হয়তো শুরু করা যাবে কভার সরানোর কাজ। এরপর জানা যেতে পারে খেলা শুরুর সম্ভাব্য সময়। তাই এখন শুধুই অপেক্ষা।

টানা বৃষ্টিতে দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনো খেলা সম্ভব হলো না। দুপুর ১২টা বাজতেই মধ্যাহ্ন বিরতির ঘোষণা দেওয়া হলো। তবে বৃষ্টি কমে যাওয়ায় চলছে মাঠ শুকানোর কাজ। সারা মাঠে ঘুরছে দুটি সুপার সপার।

বৃষ্টির কারণে অবশ্য দুই দলই মাঠ ছেড়ে টিম হোটেলে চলে গেছে। খেলা শুরুর ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাওয়া গেলে আবার মাঠে আসার কথা তাদের।

দিনে প্রথমবারের মতো মাঠ শুকানোর প্রক্রিয়া শুরু হতে দেখা গেল। বৃষ্টি থেমেছে বেশ কিছু সময় আগে। কভারের ওপর জমে থাকা পানি অপসারণে এখন মাঠে প্রবেশ করেছে দুটি সুপার সপার।

তবে প্রথম সেশনে খেলা হবে না বলেই দেওয়া যায়। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে মধ্যাহ্ন বিরতি হওয়ার কথা দুপুর ১২টায়। যা আর বেশি দূরে নয়।

গুঁড়িগুঁড়ি বৃষ্টি কিংবা মেঘাচ্ছন্ন আকাশ- সকাল থেকে এভাবেই চলছে কানপুরের আবহাওয়া। বৃষ্টি থেমে কিছুক্ষণের জন্য আলোর দেখা মিললেও, পরক্ষণেই আবার কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ। তাই বাড়ছে খেলা শুরুর অপেক্ষা।

লাইভ ব্রডকাস্টে দেখা যাচ্ছে, মাঠের অল্প কিছু জায়গা ছাড়া পুরোটা কভার দিয়ে ঢাকা। টানা বৃষ্টির কারণে কোনো মাঠকর্মীও নেই বাইরে। বৃষ্টি পুরোপুরি থামার অপেক্ষা সবার।

বৃষ্টির বাগড়া পেরিয়ে দিনের পরের সময়ে খেলা হওয়ার আশায় টিম হোটেল থেকে মাঠে এসেছিল দুই দল। কিন্তু বৃষ্টি বাড়তে থাকায় ভারতীয় ক্রিকেটাররা হোটেলে ফিরে গেছেন।

আবহাওয়ার উন্নতি না হলে বাংলাদেশ দল হয়তো হোটেলে ফিরে যেতে পারে। বৃষ্টি পুরোপুরি থামার পর মাঠ প্রস্তুতের সময় নিরুপণ করে জানা যেতে পারে খেলা শুরুর সম্ভাব্য সময়।

কানপুরে দ্বিতীয় দিনেও বৃষ্টির বাধা। শুরুর আগেই পিছিয়ে গেল খেলা শুরুর সময়। প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে শনিবার ত্রিশ মিনিট আগে শুরু হওয়ার কথা ছিল খেলা। কিন্তু বৃষ্টির কারণে খেলা শুরু নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।

লাইভ ব্রডকাস্টে দেখা যাচ্ছে, ক্রমেই বাড়ছে বৃষ্টি। তাই শুরুতে উইকেট ও এর আশপাশ ঢাকা থাকলেও, ধীরে ধীরে পুরো মাঠ কভার দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।

বৃষ্টির বাগড়ায় প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। এতেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। আশার প্রতীক হয়ে একপ্রান্ত আগলে রেখেছেন মুমিনুল হক, সঙ্গ দিছেন মুশফিকুর রহিম।

কানপুরের গ্রিন পার্কে ৩ উইকেটে ১০৭ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন মুশফিক ও মুমিনুল। ৭ চারে ৮১ বলে ৪০ রান করেছেন মুমিনুল। ১৩ বলে ৬ রান মুশফিকের। দুজনের অবিচ্ছিন্ন জুটি ২৭ রানের।

এর আগে ২৪ বল খেলেও রানের খাতা খোলার আগে বিদায় নেন জাকির হাসান। ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। ৪ চারে ৩৬ বলে ২৪ রান করেন সাদমান। শান্তর ব্যাট থেকে আসে ৬ চারে ৫৭ বলে ৩১ রান।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৫ ওভারে ১০৭/৩ (জাকির ০, সাদমান ২৪, মুমিনুল ৪০*, শান্ত ৩১, মুশফিক ৬*; বুমরাহ ৯-৪-১৯-০, সিরাজ ৭-০-২৭-০, অশ্বিন ৯-০-২২-১, আকাশ ১০-৪-৩৪-২)

এমটিআই

Link copied!