শান্ত

‘আপনাদের চেয়ে বেশি জানি, কোন সময় কোন শট খেলতে হবে’

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০৩:০৮ পিএম
‘আপনাদের চেয়ে বেশি জানি, কোন সময় কোন শট খেলতে হবে’

ঢাকা: প্রায়ই প্রতিকূল পরিস্থিতিতে উচ্চভিলাষী শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে আসার অভ্যাস টাইগারদের বেশ পুরোনো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর পর ফের আলোচনায় টাইগারদের শট সিলেকশন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট টাইগাররা। 

অথচ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উইকেটের অবস্থা অনুযায়ী সুইপ শট বা রিভার্স সুইপ শট খেলায় দোষের কিছু দেখেন না। খেলোয়াড়রা নিজেদের পরিকল্পনা অনুযায়ী শট খেলে থাকেন বলে তিনি মন্তব্য করেন।

ভারতের বিপক্ষে দুই টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশি ব্যাটারদের শট সিলেকশন ভুল ছিল বলে অনেকেই সমালোচনা করেছেন। অধিনায়ক শান্ত নিজেই একাধিক ম্যাচে সুইপ ও রিভার্স সুইপ শট খেলে আউট হয়েছেন। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট শুরুর আগে শান্ত বলেন, 'কোন সময় কোন শট খেলতে হবে আপনাদের চেয়ে বেশি জানি।'

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে প্রতিপক্ষ বিবেচনায় যে স্পিননির্ভর উইকেট হচ্ছে তা অনেকটাই নিশ্চিত। এমন উইকেটে সাইডে শট খেলা গুরুত্বপূর্ণ বলে জানান শান্ত। তিনি বলেন, 'যদি স্পিন হয়, সাইড শট খুব ইম্পরট্যান্ট। সুইপ, রিভার্স সুইপ। অনেকে এ ধরনের শট খেলতে গিয়ে আউট হলে অনেক ধরনের কথা আসে। এটাও বুঝতে হবে, এ ধরনের উইকেটে কোনো শট ইম্পরট্যান্ট। এমন উইকেটে যে ধরনের শট খেলা জরুরী, খেলোয়াড়রা এসব শট খেলে আউট হলে আমার কোনো অসুবিধা নেই। খেলোয়াড়রা ঠিকভাবে প্রস্তুতি নিয়েছে।'

শুধু টেস্ট ক্রিকেটেই নয়, অন্যান্য ফরম্যাটের ক্রিকেটেও উইকেট ও পরিস্থিতি অনুযায়ী শট খেলার পক্ষেই মত শান্তর। তবে মাঝে মাঝে যে শট নির্বাচনে ভুল হয়ে যায়, সেটি স্বীকার করেছেন তিনি। এ ক্ষেত্রে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের আউটের উদাহরণ টানেন তিনি।

শান্ত বলেন, 'লাস্ট টি-টোয়েন্টিতে যে রিভার্স সুইপ খেলেছি ওটা লং শট ছিল। এটা আমি স্বীকার করি। ঐ শট ঐ উইকেটে, ঐ বোলিংয়ের বিপক্ষে প্রয়োজন ছিল না। এর আগে আমি যে রিভার্স সুইপ খেলে আউট হয়েছি, ঐ উইকেটে প্রয়োজন ছিল। চেন্নাইয়ে বেশিরভাগ ঐ শট খেলেই আউট হয়েছি। বল স্পিন হচ্ছিল।'

এ সময় শান্ত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, 'আপনারা যারা আছেন, আমরা হয়ত আপনাদের চেয়ে বেশি জানি কোন উইকেটে কোন শট খেলতে হবে। এখন যদি আপনার জায়গায় প্রশ্ন করা শুরু করি, হয়ত ভুল হবে। এটা একটা বোকামি। এটা বলব না খেলোয়াড়রা ঠিক শট খেলেই আউট হয়। ভুল হয়, ঠিক হয়, এর মাঝামাঝি থাকার চেষ্টা করি। তবে সবারই একটা প্রপার গেম প্ল্যান থাকে।'

এআর

Link copied!