বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন, যে কারণে নেই তাসকিন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০২:২৬ পিএম
বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন, যে কারণে নেই তাসকিন

ঢাকা: মিরপুর টেস্টে এক পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা হয়নি তাসকিন আহমেদের। এবার তিনি বাদ পড়লেন চট্টগ্রাম টেস্টের স্কোয়াড থেকেও। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ২৯ অক্টোবর থেকে। এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

প্রায় অপরিবর্তিত দলটাই যাচ্ছে চট্টগ্রাম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটির স্কোয়াডে পরিবর্তন কেবল একটি। তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন পেসার খালেদ আহমেদ।

তাসকিনকে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে। সামনে বাংলাদেশের টানা ম্যাচ। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। খেলা আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও। সবমিলিয়ে ঠাসা সূচির আগে তাসকিনকে পুরোপুরি ফিট হিসেবে দলে রাখার জন্যই এমন সিদ্ধান্ত।

দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হেরেছে সাত উইকেটে। প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচটি তাই শান্তদের জন্য সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। টেস্ট খেলতে আগামীকাল শনিবার (২৬ অক্টোবর) চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

এআর

Link copied!