ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ে জয়ে ফেরার অভিযানে নামার আগে জোড়া ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। চোটের কারণে পেরুর বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্তিয়ান রোমেরো।
বাংলাদেশ সময় গত শুক্রবার সকালে প্যারাগুয়ের মাঠে আর্জেন্টিনার ২-১ গোলে হারা ম্যাচের শুরুর একাদশে ছিলেন এই দুজন।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার রোমেরো আগে থেকে ডান পায়ের সমস্যায় ভুগছিলেন। প্যারাগুয়ের বিপক্ষে তিনি মাঠে নেমেছিলেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। ওই ম্যাচে তার পায়ের অবস্থার আরও অবনতি ঘটেছে। প্রথমার্ধের পর তাকে আর মাঠে নামাননি কোচ লিওনেল স্কালোনি।
রোমেরোর ব্যাপারে আর্জেন্টিনা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, তাকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ইংল্যান্ডের পথে উড়াল দিয়েছেন তিনি।
পেশির সমস্যায় ভুগছেন মোলিনা। প্যারাগুয়ের বিপক্ষে ৭৮তম মিনিটে তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় গনসালো মনতিয়েলকে। অ্যাথলেটিকো মাদ্রিদের ২৬ বছর বয়সী ডিফেন্ডার মোলিনাকে পেরুর বিপক্ষে না পাওয়ার কথা সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
এমন পরিস্থিতিতে দলে ডাক পেয়েছেন অ্যাথলেটিকোর ২১ বছর বয়সী ফরোয়ার্ড গিলানো সিমেওনে, যিনি অ্যাথলেটিকোর কোচ ও আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার দিয়েগো সিমেওনের ছেলে।
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ২০২৪ প্যারিস অলিম্পিকসে খেলা গিলানো সিমেওনে প্রথমবার জাতীয় দলে ডাক পান গত অগাস্টে। তবে এখনও অভিষেক হয়নি তার।
চোটের কারণে প্যারাগুয়ে ম্যাচের আগে আর্জেন্টিনা হারায় আরও তিন ফুটবলারকে- ফরোয়ার্ড নিকোলাস গনসালেস, ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস ও হেরমান পেস্সেইয়া। বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ৬টায় ঘরের মাঠে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১১ ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্কালোনির দল। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে নবম স্থানে আছে পেরু।
এআর
আপনার মতামত লিখুন :