বাংলাদেশ সিরিজকে কেন গুরুত্বপূর্ণ মনে করছে ক্যারিবীয়রা?

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০২:৫১ পিএম
বাংলাদেশ সিরিজকে কেন গুরুত্বপূর্ণ মনে করছে ক্যারিবীয়রা?

ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা নেই দুই দলের কারোরই। ৯ দলের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আট নম্বরে, ওয়েস্ট ইন্ডিজ তলানিতে।

ক্যারিবীয়দের চোখ এখন তলানি থেকে ওপরে উঠার দিকে। অ্যান্টিগায় আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট। 

সেই টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজের কোচ আন্দ্রে কোলি বললেন, ‘খুবই গুরুত্বপূর্ণ (জয়ে বছর শেষ করা)। কারণ, দক্ষিণ আফ্রিকা সিরিজের হতাশা থেকে ঘুরে দাঁড়াতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর আছে পাকিস্তান সফর। ওই সফরের আগে টাইগারদের হারিয়ে আত্মবিশ্বাস নিতে চায় দলটি।

গত আগস্টে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে ক্যারিবিয়ানরা। সেখান থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিক দল।

আগামী জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ। তার আগে বাংলাদেশ সিরিজকে বেশ গুরুত্ববহ মনে করছেন ক্যারিবীয় কোচ।

তার কথা, ‘পাকিস্তানে যাওয়ার আগে ঘরের মাঠে আমাদের জয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ...বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সংস্করণে আমরা আর এই চারটি টেস্টই খেলব। এ কারণে পাকিস্তানে যাওয়ার আগে মোমেন্টাম তুলে নিতে এই সিরিজে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ।’

এআর

Link copied!