উইন্ডিজ সিরিজেই ফিরছেন সাকিব!

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৬:৩৪ পিএম
উইন্ডিজ সিরিজেই ফিরছেন সাকিব!

ঢাকা : আজ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট ম্যাচের সিরিজ শুরু হচ্ছে। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে দুদলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি রাত ৮টায় শুরু হবে। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগ মুহূর্তে আবারো আলোচনায় এলেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় স্বাভাবিক ভাবেই এই সিরিজে খেলছেন না এই অভিজ্ঞ অলরাউন্ডার। তবে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ফিরছেন বলে ইঙ্গিত পাওয়া গেল সাকিবের কথায়।

গতকাল থেকে আবুধাবিতে শুরু হয়েছে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বাংলা টাইগার্সের অধিনায়ক হিসেবে খেলছেন সাকিব। টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অংশ নেওয়া ১০টি দলের অধিনায়করা। এই ‘প্রেস মিট’ এ সাকিবকে প্রশ্ন করা হয়েছিল যে, বাংলাদেশের জার্সি গায়ে কবে ফিরছেন? এই প্রশ্নের জবাবে সাকিব ছোট করে উত্তর দিয়েছেন, ‘দেখা যাক, এই টুর্নামেন্টের পর।’ টি-১০ লিগ শেষ হবে আগামী ২ ডিসেম্বর। এরপর সাকিব বাংলাদেশের জার্সি গায়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরতে পারবেন। কেননা টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর থেকে।

টেস্ট ও টি-টোযেন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করায় এখন শুধু বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটই খেলবেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর আগামী ফেব্রæয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট রয়েছে। এই টুর্নামেন্টে নিজের পরিকল্পনা কী সাকিবের? এ ব্যাপারে প্রশ্ন করা হলে সাকিব জানান, এখন শুধুমাত্র টি-১০ টুর্নামেন্টেই পূর্ণ মনোযোগ দিচ্ছেন তিনি। আর কিছু নিয়ে ভাবতে চান না।

সম্প্রতি সাকিবকে ঘিরে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে বাংলাদেশে। সরকারের পটপরিবর্তনের পর হত্যা মামলার আসামী হয়েছেন সাকিব। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আর ফেরা হয়নি তার। বিদেশে থেকেই পাকিস্তান ও ভারতের বিপক্ষে ক্রিকেট সিরিজে খেলেছেন বাংলাদেশের এই বিশ্ব তারকা। ভারতের বিপক্ষে কানপুরে টেস্ট ম্যাচের আগের দিন জাতীয় দল থেকে নিজের অবসরের পরিকল্পনার কথা জানান এই আলোচিত ক্রিকেটার। 

এরই পরিকল্পনার অংশ হিসেবে গত অক্টোবরে মিরপুরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসরে যেতে চেয়েছিলেন তিনি। তাকে প্রথম টেস্টের জন্য দলেও রাখা হয়। বিদায়ী টেস্ট খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে উড়ে দুবাই পর্যন্ত এসেও ছিলেন সাকিব। কিন্তু ঢাকায় তার বিরুদ্ধে আন্দোলনের পর নিরাপত্তা ঝুঁকির কারণে দেশে ফিরতে পারেননি তিনি। ফলে বিদায়ী টেস্ট খেলা হয়নি তার। এরপর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন বাংলাদেশের সবচেয়ে সফল এই ক্রিকেটার। 

সাকিবকে ছাড়া আফগানদের বিপক্ষে সিরিজ শুরুর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, সাকিব টি-১০ খেলার পর আবারো বাংলাদেশ দলে ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে। এ নিয়ে সাকিবের সঙ্গে আলোচনা হয়েছে বিসিবি প্রধানের। 

এবার সাকিব নিজেই জানালেন, টি-১০ খেলার পর জাতীয় দলে ফেরার ব্যাপারে চিন্তা করবেন। তবে সাকিব যেভাবে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দলে ফেরার প্রসঙ্গে প্রশ্নের ছোট করে উত্তর দিলেন, তাতে ধরেই নেওয়া যায় যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন তিনি। এরই মধ্যে সাকিব হজ পালন করে এসে টি-১০ টুর্নামেন্টে খেলছেন। 

তার বাংলা টাইগার্স দলে আছেন রশিদ খান, দিনেশ কার্তিক, শাহাজাদ, লিভিংস্টোনরা। তারকা সমৃদ্ধ দলের নেতৃত্ব দিচ্ছেন সাকিব। এই টুর্নামেন্টেই এখন নিজেকে নিবেদন করেছেন তিনি।

এমটিআই
 

Link copied!