ভারতের রানের পাহাড়ে চাপা পড়ছে অস্ট্রেলিয়া 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৩:৫২ পিএম
ভারতের রানের পাহাড়ে চাপা পড়ছে অস্ট্রেলিয়া 

ঢাকা: শুরুতে যে পার্থ ছিল বোলারদের রাজত্ব, একদিন পরই সেটাকে ব্যাটারদের স্বর্গে রূপ দিলো ভারত। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৮৭ রান করে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। 

এতে অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের বিশাল টার্গেট দিয়েছে ভারত। ভারতীয় অধিনায়ক জাসপ্রিত বুমরাহ অপেক্ষা করছিলেন, কখন সেঞ্চুরি করবেন বিরাট কোহলি। 

তিন অংক ছোঁয়ার পরপরই ভারতীয় অভিজ্ঞ ব্যাটারকে ডেকে নিলেন বুমরাহ। ১৪৩ বলে ১০০ রান করেন কোহলি। তার সঙ্গে ৩৮ রানে অপরাজিত ছিলেন নিতিশ কুমার রেড্ডি।

তৃতীয় দিনের শেষ সেশনে কিছু সময় বাকি থাকতে ইনিংস ঘোষণা করে ভারত। সফরকারীদের লক্ষ্য, শেষ বিকেলে অস্ট্রেলিয়ার অন্তত দুটি উইকেট তুলে নেওয়া, সেটাই করতে পেরেছে ভারতীয় বোলাররা। বুমরাহ বল খেলতেই পারছে না অজি ব্যাটসম্যানরা। একে একে বিদায় নিয়েছেন ম্যাকসোয়েনি, প্যাট কামিন্স ও লাবুশেন।   

দ্বিতীয় ইনিংসে ভারতের রড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার যসশ্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের ২০১ রানের জু্টি। ১৭৬ বলে ৭৭ রানের ঠাণ্ডা মাথার ইনিংস খেলে মিচেল স্টার্কের বলে রাহুল আউট হলে জুটি ভাঙে। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই প্রথম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

এর আগে ১৯৮৬ সালে সিডনিতে প্রথম উইকেটে সুনীল গাভাসকর ও ক্রিস শ্রীকান্ত ১৯১ রানের জুটি করেছিলেন।

জয়সওয়াল হাঁকান টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তিন অংকে পৌঁছেই থামেননি জয়সওয়াল। ইনিংসকে টেনে নিয়ে যান ১৬১ রানে।

এআর

Link copied!