বাংলাদেশের অবদানে গজনফরের দাম উঠল ৪ কোটি ৮০ লাখ 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৬:০৮ পিএম
বাংলাদেশের অবদানে গজনফরের দাম উঠল ৪ কোটি ৮০ লাখ 

ঢাকা: চলছে আইপিএল নিলামের দ্বিতীয় দিন। এখন পর্যন্ত বেশ কয়েকজন ক্রিকেটার বিক্রি হয়েছেন। নিলামে বিক্রি হলেন আফগানিস্তানের আরো এক স্পিনার।

তিনি আল্লাহ গজনফর। অবাক করা বিষয় আইপিএলে এই স্পিনার দল পাওয়ার পেছনে অবদান বাংলাদেশের। সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে ভালো বল করেই যে আইপিএলের নজর কাড়েন আফগানিস্তানের এই স্পিনার।

সিরিজের প্রথম ওয়ানডেতে তার ঘূর্ণিতেই অবিশ্বাস্যভাবে হেরেছিল বাংলাদেশ। এই এক সিরিজেই আইপিএল নিলামে বাজিমাত করলেন এই তরুণ তুর্কী। ৭৫ লাখ ভিত্তি মূল্যের এই আফগান রহস্য-স্পিনারকে নিয়ে বেশ কাড়াকাড়ি করেছে দলগুলো। শেষ পর্যন্ত ৪ কোটি ৮০ লাখে তাকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস।

দীপক চাহা
৩২ বছর বয়সী ভারতীয় পেসার দীপক চাহারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি। তাকে পাওয়ার লড়াইয়ে নেমেছিল শুরুতে মুম্বাই, পাঞ্জাব এবং পরে চেন্নাইও। শেষ পর্যন্ত ৯ কোটি ২৫ লাখে চাহারকে কিনেছে মুম্বাই।

আকাশদীপ 
৮ কোটিতে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

৮ কোটি দাম মুকেশ কুমারের
ভারতীয় পেসার মুকেশ কুমারের জন্য ৬ কোটি ৫০ লাখ দাম বলেছিল পাঞ্জাব কিংস। তখন আরটিএম কার্ড ব্যবহার করতে চায় মুকেশের সাবেক দল দিল্লি। আর একবার দাম বাড়ানোর সুযোগ পায় পাঞ্জাব। ৮ কোটি দাম বলে তারা। শেষ পর্যন্ত আরটিএম কার্ড দিয়ে ৮ কোটিতে মুকেশকে কিনে নেয় দিল্লি।

ভুবনেশ্বর কুমার
ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারকে পেতে শুরু থেকে লড়াইয়ে নামে মুম্বাই ইন্ডিয়ানস ও  লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। 

দুই দলের দামাদামিতে এক সময় ১০ কোটি ছাড়িয়ে যায় ভুবনেশ্বরের দাম। সেই সময় হঠাৎই আগ্রহী হয়ে ওঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১০ কোটি ৭৫ লাখ দাম বলে তারা, যেটা আর বাড়ায়নি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি। ভুবিকে পায় আরসিবি।

দ্বিতীয় দিনের নিলামে এখন পর্যন্ত সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যান ভুবনেশ্বর কুমার।

জশ ইংলিস  
জশ ইংলিসকে ২ কোটি ৬০ লাখে কিনেছে পাঞ্জাব কিংস। 

নীতীশ রানা
এদিকে ১ কোটি ৫০ লাখ ভিত্তি মূল্যের নীতীশ রানাকে শেষ পর্যন্ত ৪ কোটি ২০ লাখে কিনেছে রাজস্থান রয়্যালস।

এআর

Link copied!