ঢাকা: জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে নির্মাণ করা হয়েছে বিপিএল-২০২৫ আসরের মাসকট। এই মাস্কটের নাম দেওয়া হয়েছে ‘ডানা ৩৬’।
রোববার (১ ডিসেম্বর) সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাস্কটটি।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ হোটেল ইন্টারকন্টিন্টোলে মাস্কটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
একই দিনে সূচিত হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর আনুষ্ঠানিক পথচলা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষে এ তারুণ্যের উৎসবেরই একটা অংশ ছিল বিপিএল ২০২৫ আসরের মাস্কট উন্মোচন। অনুষ্ঠানটি আয়োজন করে ক্রীড়া মন্ত্রণালয়। সার্বিক সহযোগিতায় ছিলো বিসিবি।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবারের বিপিএলের থিম সংয়ের পটভূমিকা ব্যাখ্যা করেন।
পটভূমিকাে ব্যাখ্যায় বিসিবিপ্রধান বলেন, ‘প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল শব্দমালা ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ সামনে রেখে এবারের বিপিএলের থিম সং তৈরি করা হয়েছে।’
বিবিসিপ্রধানের দেওয় তথ্য অনুযায়ী, মাঠে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ মীর মুগ্ধের স্মরণে ‘মুগ্ধ কর্ণার’ নামে একটি কর্নার থাকবে। যেখানে বিনামূল্যে পানি পাওয়া যাবে। সেখানে কিউআর কোডের মাধ্যমে জুলাই ফাউন্ডেশনে ডোনেট করা যাবে।
এছাড়া জিরো ওয়েস্ট জোন থাকবে, পরিবেশ সংরক্ষণ ও রিসাইক্লিংয়ের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তা থাকবে। এবারের বিপিএলে ই-টিকেটিংয়েরও চেষ্টা করা হচ্ছে।
এআর
আপনার মতামত লিখুন :