ইংলিশ প্রিমিয়ার লিগ

দুই মিনিটের ঝড়ে ম্যানচেস্টার ডার্বি ইউনাইটেডের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৫:৪৪ পিএম
দুই মিনিটের ঝড়ে ম্যানচেস্টার ডার্বি ইউনাইটেডের

ঢাকা : ম‍্যানচেস্টার ডার্বিতে জয়ের খুব কাছেই ছিল সিটি। মনে হচ্ছিল ভীষণ বাজে সময়ের মধ‍্য দিয়ে যাওয়া ইংলিশ চ‍্যাম্পিয়নরা পেতে যাচ্ছে ৩ পয়েন্ট। কিন্তু শেষটায় দারণভাবে ঘুরে দাঁড়াল ম‍্যানচেস্টার ইউনাইটেড। তিন মিনিটের মধ‍্যে দুই গোল করে হারিয়ে দিল পেপ গুয়ার্দিওলার দলকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ঘরের মাঠে ম‍্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইউনাইটেড।

ইয়োশকো ভার্দিওলের গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল সিটি। ৮৭তম মিনিটে সফল স্পট কিকে ব্রুনো ফের্নান্দেস সমতা ফেরানোর পর আমাদ দিয়ালোর গোলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে হুবেন আমুরির দল।

ইতিহাদ স্টেডিয়ামে শুরুটা ছিল মন্থর। দুই দলের কেউই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। ২১তম মিনিটে ফিল ফোডেনের ভলি বেরিয়ে যায় কাছের পোস্ট ঘেঁষে। দুই দল মিলিয়ে গোলের জন‍্য এটাই প্রথম শট।

ঢিমেতালে চলা ম‍্যাচে ৩৭তম মিনিটে এগিয়ে যায় সিটি। ছোট করে কর্নার নেওয়ার পর বল ফিরে পেয়ে ডি বক্সে ক্রস করেন কেভিন ডে ব্রুইনে। ইউনাইটেডের একজনের পায়ে লেগে যায় গোলমুখে। সেখানে সবার উপরে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন ক্রোয়াট ডিফেন্ডার ভার্দিওল।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব‍্যবধান বাড়ানোর সম্ভাবনা জাগান ফোডেন। তবে ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে লক্ষ‍্য কোনো শট রাখতে পারেনি ইউনাইটেড।

৬২তম মিনিটে ফের্নান্দেসের ক্রসে দিয়ালোর হেড ফেরান সিটি গোলরক্ষক এদেরসন। এটাই লক্ষ‍্যে সফরকারীদের প্রথম শট। ১২ মিনিট পর একটুর জন‍্য শট লক্ষ‍্যে রাখতে পারেননি পর্তুগিজ মিডফিল্ডার ফের্নান্দেস।

সিটিকে প্রবলভাবে চেপে ধরে গোলের জন‍্য মরিয়া ইউনাইটেড। সেটা সামলাতে না পেরেই ডি বক্সে দিয়ালোকে ফাউল করে বসেন মাথেউস নুনেস। ৮৮তম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান ইউনাইটেড অধিনায়ক ফের্নান্দেস।

দুই মিনিট পর এগিয়ে যায় সফকারীরা। লিসান্দ্রো মার্তিনেসর থ্রু বল ধরে দুরূহ কোণ থেকে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন দিয়ালো।

দ্বিতীয়ার্ধে নিজেদের ছায়া হয়ে থাকা সিটি বাকি সময়ে সমতা ফেরানোর তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারেনি। এড়াতে পারেনি সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১ ম‍্যাচে অষ্টম হার।

১৬ ম‍্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগে আপাতত পঞ্চম স্থানে আছে সিটি। সমান ম‍্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে উঠে এসেছে ইউনাইটেড।

১৫ ম‍্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে লিভারপুল।

এমটিআই

Link copied!