২০২৬ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হলে অবসর নেবেন এমিলিয়ানো মার্টিনেজ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৩:৩৭ পিএম
২০২৬ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হলে অবসর নেবেন এমিলিয়ানো মার্টিনেজ

ঢাকা: দেশের হয়ে অর্জনের প্রায় কোনো কিছুই বাকি নেই  আজের্ন্টিনার তারকা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের। বিশ্বকাপ, কোপা আমেরিকা সবই জিতেছেন। হয়েছেন সেরা গোলকিপারও। জিতেছেন গোলকিপারদের ব্যালন ডি’অর এবং ফিফা ‘বেস্ট’ও। 

ওদিকে গত সেপ্টেম্বরেই বয়সটা ৩২ ছুঁয়েছে। প্রশ্নটি তাই উঠেই যায়-এমিলিয়ানো মার্টিনেজ অবসর নেবেন কবে? ক্লাব ফুটবলে বড় কিছু এখনো জিততে না-ই পারেন!

মার্টিনেজ প্রশ্নটির উত্তর দিয়েছেন। সে উত্তরে মানুষ হিসেবে তার ধরনটা আবারও বেরিয়ে আসে। পোস্টের নিচে নিরেট দেয়াল হলেও বাইরে আসলে রসিকতাপ্রিয় এবং মজার মানুষ। মজার ছলেই ‘দিবু’ বলেছেন, অবশ্যই তিনি অবসর নেবেন। সে জন্য অবশ্য ২০২৬ বিশ্বকাপটা জিততে হবে।

কাতারে আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের দুই বছর পূর্তি ছিল গতকাল। এ উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএফ) তাদের এএফএ এস্তুদিও একটি ভিডিও প্রকাশ করেছে, যা দেখা যাচ্ছে ‘এএফএ এস্তুদিও’ ইউটিউব চ্যানেলে।

শপথ করে বলছি, আমি ওটার চেয়ে আরও ভালো সেভ করেছি। ওটার ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে (মনে মনে) বলেছিলাম, আমার মাথাটা উড়িয়ে দাও।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সেই দলের কয়েকজন সতীর্থ মিলে বসেছিলেন সর্বশেষ বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণায়। মার্টিনেজের সঙ্গে ছিলেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্তিয়েল ও লাওতারো মার্টিনেজ। অ্যাস্টন ভিলা গোলকিপার মার্টিনেজ সেখানেই নিজের অবসর নিয়ে কথা বলেন।

মার্টিনেজ প্রথমে জানতে চান, ‘এমন কোনো দল আছে, যারা টানা দুবার বিশ্বকাপ জিতেছে?’ এরপর মার্টিনেজ নিশ্চিত করেন, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তিনি সেটা করতে পারলে অবসর নেবেন, ‘আমি অবসর নেব, প্রতিশ্রুতি দিচ্ছি।’

ইতালি ও ব্রাজিল টানা দুবার বিশ্বকাপ জিতেছে। ১৯৩৪ ও ১৯৩৮ বিশ্বকাপ জিতেছে ইতালি। ব্রাজিল জিতেছে ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপ।  

এআর

Link copied!