চ্যাম্পিয়নস ট্রফি

পাক-ভারত ম্যাচ যেদিন, ট্রফির সম্ভাব্য সূচি প্রকাশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০২:৫৪ পিএম
পাক-ভারত ম্যাচ যেদিন, ট্রফির সম্ভাব্য সূচি প্রকাশ

ঢাকা: বেশ জলঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলের চ্যাম্পিয়নস ট্রফি। সেই সঙ্গে পাকিস্তানের জুড়ে দেওয়া শর্ত মেনে আগামী তিন বছর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। 

অবশ্য আসন্ন টুর্নামেন্টটিতে ভারতের ম্যাচগুলোর ভেন্যু কোথায় হবে তা নিয়ে নতুন করে জটিলতার গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতের পছন্দ হিসেবে শোনা যাচ্ছিল দুবাইয়ের নাম। আবার শ্রীলঙ্কার কলম্বোর নামও উঠে এসেছে।
 
ভেন্যু জটিলতায় টুর্নামেন্টটির চূড়ান্ত সূচি ঘোষণা একপ্রকার আটকে গেছে। তবে এরই মধ্যে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলোতে সম্ভাব্য সূচি সম্পর্কে একটা ধারণা পাওয়া যাচ্ছে। 

আগেই জানা গিয়েছিল, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ১৯ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে। 

এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে হবে। এখন পর্যন্ত দুবাইয়ের কথা শোনা যাচ্ছে। 

সম্ভাব্য সূচি অনুযায়ী তিনটি করে ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে। এ ছাড়া একটি সেমিফাইনাল ও ফাইনালসহ পাঁচটি ম্যাচ হবে লাহোরে।

ভারত-পাকিস্তান ম্যাচসহ তিনটি খেলা নিরপেক্ষ ভেন্যুতে হবে। তবে ভারত শেষ চারে উঠে গেলে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ সংখ্যা বাড়বে। এমনকী ভারত ফাইনালে পৌঁছে গেলে লাহোর থেকে সরে গিয়ে আগামী ৯ মার্চ নিরপেক্ষ ভেন্যুতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। 

চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য গ্রুপ 

গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড

গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান

এআর

Link copied!