ঢাকা: টেস্ট ও টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডেতেই দুর্দান্ত বাংলাদেশ। তবে এবারের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ঘটেছে উল্টোটা। এই সফরে ওয়ানডেতে ধবলধোলাই হওয়া বাংলাদেশ টেস্ট সিরিজ ড্র করেছে, টি-টোয়েন্টিতে পাল্টা ধবলধোলাই করেছে তাদের।
তবে টি-টোয়েন্টি সিরিজ ৩-০-তে জিতলেও এই সংস্করণে এখনো বাংলাদেশের অনেক উন্নতির জায়গা দেখছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। সঙ্গে খেলোয়াড়দের মানসিক পরিবর্তনও দেখছেন তিনি। দেশে ফিরে সাংবাদিকদের আজ এ কথা বলেছেন সালাহউদ্দীন।
ওয়েস্ট ইন্ডিজকে ৩-০-তে হারানো বাংলাদেশই এর আগের সিরিজে ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে। সেটা মাথায় রেখেই হয়তো সালাহউদ্দীন বলেছেন, ‘আমাদের অনেক দুর্বলতা আছে, সেটা সবার সামনে বলা ঠিক হবে না। দুর্বলতা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করব। টি-টোয়েন্টিতে জিতলেও অনেক দুর্বলতা আছে। অনেক জায়গা আছে যেখানে তাড়াতাড়ি উন্নতি করতে হবে। আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত।’
সেই দলের খেলোয়াড় আর এই দলের খেলোয়াড়দের মধ্যে কী পার্থক্য দেখেন, এমন প্রশ্নে সালাহউদ্দীনের উত্তর, ‘পার্থক্য তেমন দেখি না। সবাইকে মনে হয়েছে অনেক মোটিভেটেড। তারা ভালো করতে চাচ্ছে। বুঝতে পারছে যে বাংলাদেশের এই পর্যায়ে থাকা শোভা পায় না।
নিজেদের অনেক ওপরে তুলতে হবে-এই উপলব্ধিটা এসেছে। হয়তো আগেও ছিল, এখন আমার চোখে পড়েছে। সঠিক গাইডলাইন দিতে পারলে মনে হয় ছেলেরা ভালো করবে।’
ওয়েস্ট ইন্ডিজে দারুণ এক সফর শেষে বাংলাদেশ দল দেশে ফিরছে চার ভাগে। আজ সকালে প্রথম ভাগে ক্রিকেটারদের মধ্যে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, জাকের আলী ও নাহিদ রানা। বিকেলে ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে এসেছেন তানজিদ হাসান, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন। আরও দুই ভাগে বাকিদের ফেরার কথা আগামীকাল সকাল ও রাতে।
এআর
আপনার মতামত লিখুন :