পাকিস্তানি ওপেনারের লজ্জার রেকর্ড

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৩:৫৭ পিএম
পাকিস্তানি ওপেনারের লজ্জার রেকর্ড

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে একেবারেই ব্যর্থ পাকিস্তানি ব্যাটার আবদুল্লাহ শফিক। সিরিজের প্রথম দুই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। 

জোহানেসবার্গে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচেও শূন্য রানে আউট হয়েছেন শফিক। এ নিয়ে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হয়ে নতুন এক লজ্জার রেকর্ড গড়লেন তিনি।

ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি টানা শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন শফিকের। প্রথম ম্যাচে পার্লে ৪ বল খেলে শূন্য রানে ফেরেন তিনি। দ্বিতীয় ম্যাচে কেপটাউনে দ্বিতীয় বলে আউট হন। 

আর তৃতীয় ম্যাচে প্রথম বলেই প্যাভিলিয়নের পথ ধরেন শফিক। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এর আগে টানা তিন ইনিংসে শূন্য রানে ফিরেছিলেন আরও পাঁচজন ব্যাটার-শোয়েব মোহাম্মদ (১৯৯৩), শাদাব কাবির (১৯৯৬), মোহাম্মদ ওয়াসিম (২০০০), শোয়েব মালিক (২০০৪), এবং সালমান বাট (২০১০)। এবার সেই তালিকায় যুক্ত হলেন শফিক।

শুধু টানা তিন শূন্য নয়, ২০২৪ সালে সব ফরম্যাট মিলিয়ে মোট ৭ বার শূন্য রানে আউট হয়েছেন শফিক। এ বছর ওয়ানডেতে ৩ বার এবং টেস্টে ৪ বার শূন্য রানে ফিরেছেন তিনি। এটি এক বছরে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড। 

এর আগে ২০০০ সালে ইমরান নাজির ৩২ ইনিংসে এবং ২০১২ সালে মোহাম্মদ হাফিজ ৪৩ ইনিংসে ৬ বার শূন্য রানে আউট হয়েছিলেন। কিন্তু শফিক মাত্র ২১ ইনিংসেই তাদের ছাড়িয়ে যান।

ওয়ানডেতে টানা চার ইনিংসে শূন্য রানে আউট হওয়ার এই বিশ্বরেকর্ড রয়েছে পাঁচজনের দখলে-ৃওয়েস্ট ইন্ডিজের গাস লগি, শ্রীলঙ্কার প্রমোদা বিক্রমাসিংহে ও লাসিথ মালিঙ্গা, জিম্বাবুয়ের হেনরি ওলোঙ্গা এবং ইংল্যান্ডের ক্রেইগ হোয়াইট। শফিকের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম এই রেকর্ড ভাঙার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

এআর

Link copied!