ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর না দিয়ে অন্যায় করা হয়েছে: রোনালদো

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ১২:৪৭ পিএম
ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর না দিয়ে অন্যায় করা হয়েছে: রোনালদো

ঢাকা: ব্যালন ডি’অর পুরস্কার দেয়ার দুই মাস কেটে গেলেও এ নিয়ে বিতর্ক শেষ হয়নি। ভিনিসিয়ুস  এগিয়ে থাকলেও পুরস্কারটি রদ্রি জেতার পর যে বিতর্ক শুরু হয়েছিল, এবার তাতে যোগ দিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিস্টিয়ানো রোনালদোও। তার মতে, ভিনিসিয়ুসের সঙ্গে অন্যায় করা হয়েছে।

গতকাল দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে এ কথা বলেন রোনালদো। আল নাসরের এই তারকার মতে, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির চেয়েও পুরস্কারটি প্রাপ্য ছিল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের।

রোনালদো বলেছেন, ‘আমার মতে, সে-ই (ভিনিসিয়ুস) ছিল গোল্ডেন বল (ব্যালন ডি’অর) জয়ের যোগ্য। এখানে সবার সামনে বলছি, অন্যায় করা হয়েছে। তারা এটা রদ্রিকে দিয়েছে, সে-ও জয়ের যোগ্য, কিন্তু এটা ভিনিসিয়ুসকে দেওয়া উচিত ছিল। কারণ, সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে ও ফাইনালে গোল করেছে।’

পাঁচবার ব্যালন ডি’অর জেতা রোনালদো এবার পুরস্কারটির জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা পাননি। ব্যালন ডি’অর-এর আয়োজক ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর সমালোচনাও করেন ৩৯ বছর বয়সী এই তারকা, ‘এই অনুষ্ঠানগুলো এমনই। তারা সব সময় এই কাজই করে।’ এরপর গ্লোব সকার অ্যাওয়ার্ডসের প্রশংসাও করেন, ‘এ কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি। তারা সৎ।’

ভিনিসিয়ুস গত মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ জেতেন। চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা খেলোয়াড়ও হয়েছিলেন। রদ্রি সিটির হয়ে প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি স্পেনের হয়ে জিতেছেন ইউরোও। 

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ও হন রদ্রি। ব্যালন ডি’অর জয়ে রদ্রির কাছে ৪১ পয়েন্টের ব্যবধানে হেরে যান ভিনি। ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের সাংবাদিকদের ভোটের মাধ্যমে এই পুরস্কারের বিজয়ী বেছে নেওয়া হয়েছে।

ব্যালন ডি’অর জিততে না পারলেও গত ১৭ ডিসেম্বর ফিফার বর্ষসেরার পুরস্কার ‘দ্য বেস্ট’ জিতেছেন ভিনি। সেখানে রদ্রিকে ৫ পয়েন্ট ব্যবধানে হারান। দ্য বেস্টে ভোট দিয়েছেন ফিফার সদস্যদেশগুলোর কোচ, অধিনায়ক, সাংবাদিক ও অনলাইন ব্যবহারকারীরা। 

মজার বিষয় হচ্ছে, ফিফা দ্য বেস্টে রোনালদোর দেশ পর্তুগাল থেকে অধিনায়ক বের্নার্দো সিলভা প্রথম ভোটটা দিয়েছেন রদ্রিকে। এর আগে ব্যালন ডি’অরে পর্তুগাল সাংবাদিকের ভোটও পেয়েছিলেন রদ্রি, ভিনিসিয়ুস ছিলেন পাঁচ নম্বরে।

এ বছর গ্লোব সকার অ্যাওয়ার্ডসে দুটি পুরস্কার জিতেছেন রোনালদো। ২০২৩-২৪ মৌসুমে ৪৫ ম্যাচে ৪৪ গোল ও ১৩টি গোলে সহায়তা করা রোনালদোর হাতে উঠেছে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এর পাশাপাশি সর্বকালের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পান রোনালদো।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এ পর্যন্ত ৯১৬ গোল করেছেন রোনালদো। তবে রোনালদোর প্রতি পক্ষপাতের অভিযোগে গ্লোব সকার অ্যাওয়ার্ডস নিয়েও সমালোচনা আছে। ২০২০ সালে যেমন রোনালদোর ‘শতাব্দীর সেরা খেলোয়াড়’-এর পুরস্কার পাওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।

এবারের গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের অবসর-পরবর্তী ভাবনাও জানিয়েছেন রোনালদো। সাক্ষাৎকারে বলেছেন, ‘কখনোই কোচ হব না। সভাপতি? না। হয়তো ক্লাবের মালিক হব।’ পরের প্রশ্ন করা হয়েছিল, তাহলে আপনি ক্লাবের মালিকই হতে চান? রোনালদোর উত্তর, ‘সম্ভবত। দেখা যাক। এটা সময় ও সঠিক সুযোগের ওপর নির্ভর করছে।’ জানতে চাওয়া হয়েছিল, কোনো নির্দিষ্ট ক্লাব কেনার কথা ভাবছেন কি না? রোনালদো বলেছেন, ‘এখনই না। হয়তো কয়েকটি।’

এআর

Link copied!