বিপিএলে ১ বলে ১৫ রান!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৩:০১ পিএম
বিপিএলে ১ বলে ১৫ রান!

ঢাকা: প্রথম বলেই পেতে পারতেন উইকেট। কিন্তু নাইম ইসলাম যখন সাজঘরের পথ ধরার প্রস্তুতি নিচ্ছেন, তখনই আম্পায়ার জানিয়ে দিলেন-ওভারস্টেপ করেছেন ওসানে থমাস; নো বল।

আউট হতে হতে নটআউট- ক্রিকেটে ম্যাচে এমন ঘটনা অহরহই দেখা যায়। কিন্তু এরপর যা হলো, সেটির দেখা মেলে কালেভদ্রে।

ওসানে থমাস একের পর এক ডেলিভারি করে গেলেন, এক ওভারে বল ছুড়তে হলো ১২ বার! সবমিলিয়ে ওভারে ১৮ রান দিয়ে ১টি উইকেটও নেন খুলনা টাইগার্সের ক্যারিবীয় এই পেসার। তার ওই ওভার নিয়ে এখন আলোচনা মিরপুর শেরে বাংলায়।

ওভারের প্রথম বলে নো। নাইম ইসলাম আউট হয়েও জীবন পান। পরের ডেলিভারিতে কোনো রান আসেনি। তৃতীয় ডেলিভারিতে ছক্কা হাঁকান নাইম, এবারও নো বল। চতুর্থ আর পঞ্চম ডেলিভারি ওয়াইড।

ষষ্ঠ ডেলিভারি আবার নো বল, এবার চার হাঁকান নাইম। সবমিলিয়ে একটা সময় ১ বলে ১৫ রান ছিল চিটাগং কিংসের।

ওই ওভারে পরে আরও একটি নো বল করেন ওসানে থমাস। এক ওভারে চারটি নো, দুটি ওয়াইড-ক্যারিবীয় পেসারের বোলিং নিয়ে ফিক্সিংয়ের সন্দেহও প্রকাশ করেছেন অনেকে।

এক নজরে ওসানে থমাসের ওভার: নো, ০, নো (৬), ওয়াইড, ওয়াইড, নো (৪), ০, ০, নো, ২, উইকেট, ০।

এআর

Link copied!