মুস্তাফিজের বোলিং তাণ্ডবে অল্পতে থেকে গেল খুলনা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২০, ০৩:৩৮ পিএম
মুস্তাফিজের বোলিং তাণ্ডবে অল্পতে থেকে গেল খুলনা

ছবি: সংগৃহীত

ঢাকা : বঙ্গবন্ধু টি-২০ কাপে দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিলো না সেটা প্রমাণ করতে খুব বেশি কষ্ট হয়নি চট্টগ্রামের বোলারদের। অধিনায়কের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিয়ে সাকিব রিয়াদদের খুলনাকে ৮৬ রানেই আটকে দিয়েছে গাজিগ্রুপ চট্টগ্রাম। জবাবে ৮৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করবে চট্টগ্রাম।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের প্রথম বল থেকেই খুলনার ব্যাটসম্যানদের চেপে ধরে চট্টগ্রামের বোলাররা। 

দলীয় ২৫ রানেই দুই ওপেনার সাকিব আল হাসান ও আনামুল বিজয়কে হারিয়ে চাপে পড়ে খুলনা। আনামুল রান আউট হলেও সাকিবকে মোসাদ্দেক সৈকতের তালুবন্দি হতে বাধ্য করেন নাহিদুল ইসলাম। এরপর নাহিদুল শিকার করেন রিয়াদের উইকেট। ব্যক্তিগত ১ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ক্যাপ্টেন। দলের রান তখন ৩ উইকেটে মাত্র ২৭।

এরপর ইমরুল কায়েস কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও প্রতিপক্ষের স্পিনার তাইজুলের থাবায় থামতে বাধ্য হন কায়েসের ব্যাট। প্যাভিলিয়নের পথ ধরেন ব্যক্তিগত ২১ রানে। এর পরের কাজটা করেন টাইগার ক্রিকেটের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। প্রতিপক্ষের ৪ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে মাত্র ৮৬ রানেই থামিয়ে দেয় খুলনার ইনিংস। চট্টগ্রামের পক্ষে ২টি করে উইকেট পেয়েছেন নাহিদুল ও স্পিনার তাইজুল।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!