ঢাকা : চলমান বঙ্গবন্ধু টি-২০ কাপের ১৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও গাজী গ্রুপ চট্টগ্রাম। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে বরিশালকে। এমন ম্যাচে শুরুটা ভালো করলেও শেষটা আশানুরূপ হয়নি দলটির। অন্যদিকে শুরুতে খেই হারালেও বরিশালকে বেশি এগোতে দেয়নি চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ ১৪৯ রান।
এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। সাইফ হাসান ও তামিম ইকবালের ব্যাটে উড়ন্ত সূচনা পায় তারা। উদ্বোধ্নী জুটিতে ১০.৫ ওভারে দুজন যোগ করেন ৮৭ রান।
সাজঘরে ফেরার আগে সাইফ ৪৬ ও তামিম ৪৩ রান করেন। তাদের বিদায়ের পর আসা যাওয়ার মিছিলে যোগ দেন বরিশালের ব্যাটসম্যানরা। দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ অপরাজিত ২৮ রান আসে আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে। এছাড়া ১৪ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন।
গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান জয়, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, শওকত আলী, সঞ্জিত সাহা, মেহেদী হাসান ও রুয়েল মিয়া।
ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সুমন খান, কামরুল ইসলাম রাব্বি, সালাউদ্দিন শাকিল।
সোনালীনিউজ/এমএএইচ
আপনার মতামত লিখুন :