কিংবদন্তি পেলেকে টপকে গেলেন লিওনেল মেসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২০, ১১:০২ এএম
কিংবদন্তি পেলেকে টপকে গেলেন লিওনেল মেসি

ঢাকা : লিওনেল মেসি এখন এক ক্লাবের হয়ে সবচেয়ে গোলের রেকর্ডের মালিক। নতুন মাইলফলক গড়ার দিনে পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে লা লিগার ম্যাচে  ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচটি ২-২ গোল ড্র হয়েছে। ম্যাচের ২৯ মিনিটের মাথায় মৌক্তার ডিয়াখাবির গোলে পিছিয়ে পড়তে হয় বার্সাকে। যদিও বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে গোল তুলে নেন কাতালান অধিনায়ক।

প্রথমার্ধের অতিরিক্ত সময়সময় পেনাল্টি পায় বার্সা। মেসি শট নিলেও তা ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জাউমে ডমিনেখ ফিরিয়ে দেন।

বার্সা ফরোয়ার্ড পেদ্রির পায়ে বল এলে তা ক্রস করতে গেলে এক পর্যায়ে মেসির কাছে আসে। এতে হেডের মাধ্যমে গোলটি তুলে নেন তিনি।

এই গোলের মধ্য দিয়ে একটি ক্লাবের হয়ে ৬৪৩ গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা। ব্রাজিলিয়ান দল সান্তোসের হয়ে ১৯৫৬ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত খেলেছিলেন পেলে। দলটির জার্সিতে গোল তুলেছিলেন মোট ৬৪২টি। দীর্ঘ ৪৬ বছর পুরোনো এই রেকর্ড ভেঙে ফেললেন মেসি।

এদিন ম্যাচের ৫৭তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন ডিফেন্ডার রোনাল্দ আরাওজো। যদিও ৬৯ মিনিটের মাথায় ম্যাক্সিমিলানো গোমেজ গোল তুলে সমতায় ফেরান ভ্যালেন্সিয়াকে।

সোনালীনিউজ/এএস

Link copied!