ঢাকা : এবারের আইপিএলের মৌসুম শুরু হবে ৯ বা ১০ এপ্রিল। আসর গড়াবে ৫০ দিন। এপ্রিলে বাংলাদেশের তিন ম্যাচের টেস্ট খেলতে শ্রীলংকা সফরে যাওয়ার কথা। মে মাসে আবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে লংকানরা।
ফলে আইপিএলের পুরো সময়ে কেবল বাংলাদেশ ছাড়া অন্য সব দলের ক্রিকেটাররা পুরোপুরি ফ্রি এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আইপিএলে ক্রিকেটারদের নিলামের আগে দেশটির বোর্ডের পক্ষ থেকে বিষয়টি ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানানো হয়েছে।
সব বিবেচনা করে বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলের সময় পুরোপুরি ফ্রি নয় বলে বিসিসিআই জানিয়েছে। একই কথা প্রযোজ্য শ্রীলংকার ক্ষেত্রেও। তবে তাদের বিষয়ে ভারতীয় বোর্ড নিশ্চিত করে কিছু বলেনি। এবারের আইপিএল ড্রাফটে বাংলাদেশের চারজন এবং শ্রীলংকার নয়জন ক্রিকেটার আছেন। তবে তাদের কেউই কোন দলের সঙ্গে চুক্তিতে নেই।
বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে, ‘বাংলাদেশের কোন ক্রিকেটারকে ড্রাফট থেকে বেছে নেওয়া হলেও তাদের ১৭ মে পরে আর পাওয়া যাবে না। অন্য কোন সিরিজের সূচি নির্ধারিত হলে এর আগেও টুর্নামেন্ট থেকে চলে যেতে পারেন তারা’।
তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ঘরোয়া মৌসুম চললেও আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা আইপিএলের পুরো সময় জুড়ে থাকবেন। প্রোটিয়া ক্রিকেটারদের নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। সেটাও পরিষ্কার হয়ে গেছে। শেফিল্ড শিল্ড চললেও পাওয়া যাবে অজি ক্রিকেটারদের। আর নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ওই সময় পুরোপুরি ফ্রি।
সোনালীনিউজ/এমএএইচ
আপনার মতামত লিখুন :