ঢাকা : হঠাৎ মাঝ পথে বন্ধ হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলে করোনা আঘাত হানার পরই আসে এমন সিদ্ধান্ত। এরপর শুরু হয় বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরার তোড়জোড়। মঙ্গলবার আইপিএল স্থগিত হলেও আজ দেশে ফিরছেন আইপিএল খেলা দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় চাটার্ড ফ্লাইটে দেশে আসবেন এই দুই তারকা ক্রিকেটার।
তবে দেশে ফিরে কোয়ারেন্টাইনে কোনো ছাড় পাচ্ছেন না সাকিব ও মুস্তাফিজ। সবার মতো তাদেরও ১৪দিনের কোয়ারেন্টাইনে থাকার কথা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
জানা গেছে, রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে কোয়ারেন্টাইনে থাকবেন সাকিব ও মুস্তাফিজ। বিমানবন্দর থেকে সরাসরি তারা এই হোটেলে যাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান।
তিনি বলেন, ‘আহমেদাবাদ থেকে দুজন ঢাকার ফ্লাইট ধরবেন। একটি চার্টার্ড ফ্লাইটে তারা বিকেল নাগাদ ঢাকায় নামবেন। বিমানবন্দর থেকে তারা সরাসরি সোনারগাঁও হোটেলে চলে যাবেন। ওখানে দুজনের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে।’
সোনালীনিউজ/এমএএইচ
আপনার মতামত লিখুন :