সাদমান-শান্তর সেঞ্চুরি 

  • ক্রীড়া ডেস্ক: | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১০, ২০২১, ০৫:২৫ পিএম
সাদমান-শান্তর সেঞ্চুরি 

ঢাকা: ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করলেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম। ১৮৯ বলে ১১০ রান করে অপরাজিত আছেন তিনি। অন্যদিকে ক্যারিয়ারের দ্বিতীয় শতক পেলেন নাজমুল ইসলাম শান্ত।

জিম্বাবুয়ের ধারহীন বোলিংকে পাত্তা না দিয়ে বাংলাদেশ বাড়িয়ে চলেছে রান। সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে লিড সাড়ে চারশর উপরে।  প্রথম ইনিংসের ১৯২ রানের লিড মিলিয়ে বাংলাদেশ এখন এগিয়ে প্রায় সাড়ে চারশ রানে।
 
চতুর্থ ইনিংসে ৩৩১ রানের বেশি কখনোই করতে পারেনি জিম্বাবুয়ে। ১৬২ রানের বেশি তাড়া করে জয়ের তাদের নেই। শনিবার প্রথম সেশনে ৩২ ওভারে বাংলাদেশ তুলেছে ১১২ রান। জিম্বাবুয়ে নিতে পেরেছে কেবল সাইফ হাসানের উইকেট। সাইফ-সাদমানের জুটি আগের দিন বিকেলেই পেরিয়ে যায় ফিফটি। নতুন দিনে প্রথম ওভারে ডোনাল্ড টিরিপানোর বলে ফ্লিক করে সাইফের বাউন্ডারিতে শুরু হয় লিড বাড়ানোর অভিযান। এগোতে থাকে তা অনায়াসেই।

জুটি ভাঙে ৮৮ রানে। ৯৫ বলে ৪৩ রানে আউট হন সাইফ। বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভার বলে গালিতে দারুণ রিফ্লেক্স ক্যাচ নেন ডিওন মায়ার্স। 

সোনালীনিউজ/এআর
 

Link copied!