ফাইনালের আগে ইংল্যান্ডকে রানীর আশীর্বাদ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ০৯:৪১ পিএম
ফাইনালের আগে ইংল্যান্ডকে রানীর আশীর্বাদ

ঢাকা: ইংল্যান্ড সবশেষ বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল সেই ১৯৬৬ সালে। সেবারই বিশ্বকাপ জিতেছিল তারা। অধিনায়ক ববি মুরের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন রানী এলিজাবেথ। এবার ইংল্যান্ডের সামনে সুযোগ ৫৫ বছর পর আরেকটি ট্রফি উঁচিয়ে ধরার। তার আগে রানীর স্মৃতিপটে ভেসে এলো, ১৯৬৬ সালের সেই ঐতিহাসিক সাফল্যের দিনটি।

ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটকে লেখা এক আনুষ্ঠানিক বিবৃতিতে রানী বলেছেন, ‘৫৫ বছর আগে ববি মুরের হাতে বিশ্বকাপ তুলে দেয়ার সৌভাগ্য হয়েছিল আমার। আমি দেখেছিলাম- খেলোয়াড়, ম্যানেজম্যান্ট, সাপোর্ট স্টাফদের জন্য সেখানে পৌঁছানো এবং বড় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল জেতা কেমন!’

‘ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপের ফাইনালে ওঠায় আমি ও আমার পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন জানাই। দলের জন্য আমার শুভকামনা রইলো। আশা করি, ইতিহাস শুধু তোমাদের সাফল্য নয়, তোমাদের উদ্যম-প্রতিশ্রুতি এবং যে গর্ব অর্জন করেছো, তার সবই মনে রাখবে’-যোগ করেন রানী।

সোনালীনিউজ/এআর

Link copied!