ঢাকা: খ্যাতি হলে বিড়ম্বনা থাকবেই। খ্যাতিমানরা যে খ্যাতির বিড়ম্বনায় বিরক্ত, তা নয়। কেউ কেউ খ্যাতির বিড়ম্বনা উপভোগ করেন; আবার কেউ কেউ ভক্তদের এড়িয়ে চলেন। কিন্তু ভক্তদের জ্বালাতন কোনদিনও বন্ধ হবে না। খ্যাতিমানরা কাজ দিয়ে ভক্তদেরকে আরও বেশি খুশি করেন। তেমনি একজন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
যিনি ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার হিসেবেও খ্যাতি পেয়েছেন। তিনি কোথাও যাবেন আর খ্যাতির বিড়ম্বনা থাকবে না সেটা তো হতে পারে না। অবশ্য খ্যাতির বিড়ম্বনায় ক্রিস্টিয়ানো রোনালদোকে যতটা ক্ষীপ্ত দেখা যায় মেসি ঠিক তার উল্টো। ঠান্ডা মেজাজের এই ফুটবলারকে দেখলেই তাই ছুটে যান ভক্তরা।
একটি সেলফির আবদার মেটাতে ভিড় করেন তার চতুর্পাশে। কোপা আমেরিকার শিরোপা জেতার পর তিন সপ্তাহের ছুটি পেয়েছেন মেসি। আর ছুটি কাটাতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। কিন্তু সেখানেও স্ত্রী-সন্তানদের নিয়ে অবকাশযাপন করতে পারছেন না মেসি। যেখানেই যাচ্ছেন ভিড় জমাচ্ছে তার ভক্তরা। এই করোনা সংক্রমণের বিষয়টির মাঝেও ভিড়ের মাঝে খুঁজতে হচ্ছে মেসিকে।
যুক্তরাষ্ট্রের তরুণরা মেসিকে দেখলেই ভিড় জমাচ্ছেন। প্রথম দিকে ভক্তদের আবদার মেটালেও বিষয়টি এখন বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া নিরাপত্তাসহ করোনার চোখরাঙানি তো আছেই।
শুক্রবার এমনই বিড়ম্বনার শিকার হয়েছেন মেসি। এদিন মিয়ামির সার্ফসাইড অঞ্চলে একটা ক্যাফেতে গিয়েছিলেন ফুটবল জাদুকর। ক্যাফে থেকে বেরিয়েই দেখেন ভক্তদের বিশাল একটা ঝাঁক তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখেই রীতিমতো ঝাঁপিয়ে পড়ে ভক্তরা।
সেলফি তোলার আসায় শুরু হয় হুড়োহুড়ির প্রতিযোগিতা। মেসিকে আঘাত পাওয়ার হাত থেকে রক্ষা করতে তার নিরাপত্তা কর্মীরা তাকে বেষ্টনি দিয়ে নিয়ে যেতে থাকেন। তবুও পরিস্থিতি জটিলই হতে থাকে। অবস্থা এমনই দাঁড়ায় যে, শেষমেশ পুলিশের সাহায্য নিয়ে সেই স্থান ত্যাগ করতে হয় মেসিকে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন
সোনালীনিউজ/এআর
আপনার মতামত লিখুন :