শুরুতে সাকিব-মিরাজের আঘাত

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০৫:০৮ পিএম
শুরুতে সাকিব-মিরাজের আঘাত

ছবি : সংগৃহীত

ঢাকা : জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেও জিতেছিল বাংলাদেশ। এবারের জিম্বাবুয়ে সফরটা টাইগারদের জন্য দারুণ কাটছে। এবার তাদের সামনে সুযোগ টি-টোয়েন্টি সিরিজ জেতার। এই লক্ষ্যে শুক্রবার জিম্বাবুয়ের হারারেতে স্বাগতিকদের মুখোমুখি মাহমুদউল্লাহ রিয়াদের দল।

শুক্রবার (২৩ জুলাই) জিম্বাবুয়ের হারারেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।

টস জিতে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ওভারে উইকেট হারালেও রান তোলায় আগ্রাসন দেখাচ্ছেন মাধেভেরে ও চাকাবা। প্রায় প্রতি ওভারেই আসছে বাউন্ডারি। পেসার শরিফুল ও স্পিনার মেহেদী নিজেদের প্রথম ওভারে খরচ করেন ১১ রান। তবে মেহেদী বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন মারুমানিকে। 

এরপর আঘাত হানেন সাকিব। জ্বলে ওঠা রেজিস চাকভাকে ১৪ রানে বিদায় করেন সাকিব। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৬১ রান।

এই সিরিজে লাল সবুজের জার্সিতে অভিষেক হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী শামীম পাটোয়ারীর। এ ম্যাচে রয়েছেন স্পিড স্টার তাসকিন আহমেদ।

এদিকে জিম্বাবুয়ের একাদশেও এসেছে দুই পরিবর্তন। এনগ্রাভা ও মুসাকান্দার বদলে একাদশে জায়গা হয়েছে টেন্ডাই চাতারা ও মিল্টন শুম্বার।

বাংলাদেশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান(উইকেট-রক্ষক), শামীম হোসেন, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম

জিম্বাবুয়ে: ওয়েসলে মাধভেরে, তাদিওয়ানাশে মারুমণি, রেজিস চাকভা (উইকেট-রক্ষক), ডিন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারবানি।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!